এই মুহূর্তে জেলা

মৃত্যু ভয়কে তুচ্ছ করে অবলীলায় করোনা আক্রান্তের পাশে শ্রীরামপুরের সবুজ সৈনিক।


হুগলি, ২০ মে:- মৃত্যু ভয় কে তুচ্ছ করে করোনারি দ্বিতীয় ঢেউ সামলাচ্ছেন শ্রীরামপুর পৌরসভার বিদায়ী কাউন্সিলর সন্তোষ সিংহ ওরফে পাপ্পু সিংহ। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব সামলাচ্ছেন একা হাতে। করোনা রোগীকে হাসপাতালে ভর্তি থেকে মৃতদেহ সৎকার, কোভিড আক্রান্ত রোগীর খাদ্য সামগ্রী বিতরন, অসুস্থ রোগীদের অক্সিজেন সরবরাহ সহ নানা গুরুত্বপূর্ণ ভূমিকা সামলাচ্ছেন একা হাতে। সূর্য উদয়ের সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে তার নিজস্ব দলীয় কার্ষালয়ে এসে এলাকার নানা সমস্যা নিয়ে আসা মানুষের সমাধান করেন।

কার লাগবে অক্সিজেন, কার লাগবে খাবার আবার কোন রোগীকে ডায়ালিসিস বা ক্যামোথেরাপি করাতে হবে। পৌর এলাকায় সংক্রামিতের বাড়ি স্যানিটাইজ করতে পাপ্পু হাজির। রাস্তায় যাওয়ার পথে পথচলতি মানুষ থেকে টোটো চালকদের মাস্ক বিতরন করা সবই করছে একা হাতে। কয়েকজন স্হানীয় যুবককে নিয়ে পাপ্পুর উদ্যোগে ‘সবুজ সৈনিক’ নাম নিয়ে রাস্তায় নেমে কাজ করছে প্রতিনিয়ত। এলাকার মানুষের কাছে পাপ্পু ভগবান। ইতিমধ্যেই তার এই উদ্যোগের খবর পেয়ে শ্রীরামপুর ছাড়াও জেলার অনান্য প্রান্ত থেকে মানুষজন এসে পরিষেবা নিচ্ছে।