এই মুহূর্তে কলকাতা

প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রীদের কথা বলতে না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ মমতার।


কলকাতা , ২০ মে:- প্রধানমন্ত্রীর ডাকা করোনা বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন ওই বৈঠকে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেও তাদের একটা কথাও বলতে দেওয়া হয়নি। তাদের পুতুলের মত বসিয়ে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে কয়েকজন জেলাশাসককে বলতে দেওয়া হয়েছে। তাদের বেশির ভাগই বিজেপি শাসিত রাজ্যের। মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে তাদের কথা না শুনে আধিকারিকদের কথা শোনা তাদের অপমান করার শামিল বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।তিনি বলেন এভাবে কেন্দ্র যুক্ত রাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করছে।

রাজ্য গুলোকে অসম্মান করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন করোনা কমেছে। এদিকে মৃতদেহ গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রের এই গা ছাড়া মনোভাবের কারণে করোনা বেড়ে হচ্ছে। মুখ্যমন্ত্রীদের বলতে না দেওয়ায় টিকার যোগান বাড়ানোর মত বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা যায়নি বলে মমতা ব্যানার্জি অভিযোগ করেন। তিনি বলেন কেন্দ্রের কাছে তিন কোটি ভ্যাকসিন চাওয়া হয়েছিল। তার পর্যাপ্ত যোগান নেই। ওষুধ অক্সিজেনের যোগান ও পর্যাপ্ত না হওয়ায় রাজ্য সমস্যায় পড়ছে। প্রতিষেধকের ডোজের সময় সীমা বারবার পরিবর্তন করায় ধোঁয়াশা তৈরি। কিন্তু এ নিয়ে বৈঠকে কোন প্রশ্ন করার সুযোগ মেলেনি বলে তিনি অভিযোগ করেন।