এই মুহূর্তে কলকাতা

সিবিআই এর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন চন্দ্রিমা ভট্টাচার্য।


কলকাতা , ১৯ মে:- তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সিবিআই এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতেই গড়িয়াহাট থানায় আজ এই মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য এই অতিমারির মধ্যে কোন গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই বলপূর্বক চার নেতা মন্ত্রীকে কার্যত বাড়ি থেকে তুলে আনা হয়েছে বলে অভিযোগ জানিয়ে সিবিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চন্দ্রিমা দেবী গত সোমবার কলকাতা পুলিশ কমিশনার কে চিঠি দিয়েছিলেন। এরপরই সেই চিঠির প্রেক্ষিতে কমিশনারের নির্দেশে চন্দ্রিমা দেবী আজ বিপর্যয় ব্যবস্থাপনা আইন অনুযায়ী সিবিআইয়ের আধিকারিকদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছেন বলে জানা গিয়েছে। এইদিকে সোমবার নিজাম প্যালেস এর বাইরে বিক্ষোভের জেরে কলকাতা পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ জমায়েত সহ একাধিক ধারায় আজ আরও একটি মামলা রুজু করেছে ।