আরামবাগ , ১৮ মে:- আরামবাগের সবচেয়ে প্রাচীন ঐতিহ্য পুর্ন বাজার স্থানান্তর করলো প্রশাসন।এদিন আরামবাগের সদর ঘাট থেকে আরামবাগ বয়েজ মাঠে বাজার স্থানান্তর করা হয়।সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য মাঠ জুড়ে বাঁশের ব্যারিকেড করা থেকে শুরু করে প্রবেশ পথ ও বাহির পথে স্যানিটাইজ করা হয়।পাশাপাশি প্রত্যেকের মাক্স ব্যবহার বাধ্যতা মুলক করা হয়।বাজারে নজরদারী চালানোর জন্য বিশেষ নজরদারী টিম রাখা হয় আরামবাগ পৌরসভার পক্ষ থেকে। জানা গিয়েছে সদর ঘাটের খুচরো ও পাইকারি সমস্ত জিনিসই এদিন আরামবাগের বয়েজ মাঠে বিক্রয় হয়।
এই বিষয়ে এক সবজি বিক্রেতা মালতি সাঁতরা জানান, করোনা পরিস্থিতিতে এই প্রাচীন বাজার স্থানান্তর করতে বাধ্য হয় প্রশাসন। আমরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি।মানবজাতিকে করোনার প্রকোপ থেকে বাঁচাতে প্রশাসন যা সিদ্ধান্ত নেবে তা মেনে নিতে হবে।আমরা প্রশাসনের সঙ্গে সহযোগী করছি।অন্যদিকে সবজি কিনতে আসা এক ক্রেতা রমেশ ঘোষ জানান, আমাদের একটু অসুবিধা হলেও করোনা পরিস্থিতিতে বাজার স্থানান্তর করা প্রয়োজন ছিলো। এই বিষয়ে আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী জানান, আরামবাগের সদর ঘাট এলাকার দৈনিক বাজারে জমায়েত হচ্ছিলো।তাই করোন যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য বাজার স্থানান্তর করা হয়।মানুষের নিরাপত্তার জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।