এই মুহূর্তে জেলা

গোপীনাথ ঘাটে গোপীর বস্ত্রহরণ , গামছা পরেই থানায় অভিযোগ দায়ের !

সুদীপ দাস, ৯ সেপ্টেম্বর:- সত্যের গোপীনি নয়, ঘোর কলিযুগে গোপীর বস্ত্রহরণ! কলি বলে কথা তাই এ যুগের শ্রী কৃষ্ণও বদের ভারি। দেওয়া তো দূরের কথা মোবাইল, টাকা-পয়সা সহ বস্ত্র নিয়ে পগারপার। অগত্যা গামছা পরেই থানায় এলেন গোপী। অভিযোগ জানালেন। লক্ষ্মীবার দুপুরে এই ঘটনাতেই তোলপাড় চন্দননগরের গোপীনাথ ঘাট। এদিন হুগলীর গুরাপ থানার ব্যবসায়ী নব্যেন্দু পাল নিজের চারচাকা গাড়িতে মা ও স্ত্রীকে নিয়ে গঙ্গা স্নান করতে আসেন চন্দননগরে। চন্দননগর গোপীনাথ ঘাটে নব্যেন্দু ও তাঁর মা স্নান করতে নামেন। নব্যেন্দুর দামী মোবাইল টাকা-পয়সা ছিলো প্যান্টের পকেটে। সেই প্যান্ট, জামা গঙ্গা পারে রেখে নব্যেন্দু মাকে নিয়ে গঙ্গায় নামেন।

নব্যেন্দুর স্ত্রী পারে বসে থাকলেও মন ছিল মা গঙ্গার দিক। ব্যাস আর যায় কোথায়! সুযোগ বুঝে নব্যেন্দুর জামা-প্যান্ট নিয়ে উধাও চোর বাবাজি। অবগাহন শেষে পারে উঠেই বিষয়টি নজরে আসে নব্যেন্দুর। ভাগ্যিস গাড়িতে একটা জামা ছিলো। গামছার উপরে সেই জামা পরেই থানায় আসেন নব্যেন্দু। চুরি যাওয়া জিনিস ফেরতের আশায় অভিযোগ জানান। এই নিয়ে তুলকালাম বাঁধে গোপীনাথ ঘাটে। স্থানীয়রা এক সন্দেহভাজন করে জিজ্ঞাসাবাদও চালায়। কিন্তু তার কাছ থেকেও কিছু উদ্ধার হয়নি। উদ্ধার হোক বা নাই হোক এদিন গোপীনাথ ঘাটের গঙ্গাস্নান যে চিরস্মরনীয় হয়ে থাকবে গুরাপের পাল পরিবারের তা বলাই বাহুল্য!!