এই মুহূর্তে জেলা

একটানা কর্মবিরতি থাকার পর সম্পূর্ণ করোনাবিধি মেনেই খুললো চুঁচুড়া আদালত।


সুদীপ দাস , ১৮ মে:- একটানা কর্মবিরতি থাকার পর কোভিড আবহের মধ্যেই খুললো চুঁচুড়া আদালত। তবে আদালত ভবনে সাধারনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে। কোভিড রুখতে গত মাসের শেষের দিকে চুঁচুড়া আদালতে কর্মবিরতির সিদ্ধান্ত নেন আইনজীবিরা। ফলে সমস্যায় পরেন বিচারপ্রার্থীরা। ঘোষনা মত সোমবার পর্যন্ত কর্মবিরতি পালনের পর মঙ্গলবার পুনরায় আলোচনায় বসেন আইনজীবিরা। হুগলি বার অ্যাসোসিয়েশন এবং হুগলী ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত এই আলোচনা সভায় দুই সংগঠনের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন। সেখানে সাধারনের কথা চিন্তা করে আইনজীবিরা কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেন। এবিষয়ে হুগলি বার অ্যাসোসিয়েশনের সদস্য মলয় মজুমদার বলেন সাধারনের কথা চিন্তা করে আমরা বিচার কার্য এগিয়ে নিয়ে যাবো। তবে সম্পূর্ণ করোনা বিধি মেনে। আপাতত আগামী ৩১ তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তারপর কোভিড পরিস্থিতি দেখে আবার নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে।