এই মুহূর্তে জেলা

একাধিক দাবিতে ব্লক স্বাস্থ্য আধিকারিক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ আশা কর্মীদের।


মালদা, ২৭নভেম্বর: বেতনে বিলম্ব, অমিল একাধিক ভাতা ক্ষুদ্ধ হয়ে ব্লক স্বাস্থ‍্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলো আশাকর্মীরা। শনিবার দুপুরে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে ব্লক স্বাস্থ‍্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ চলে। প্রায় ১ ঘন্টা বিক্ষোভ চলার পর ১৬ দাফা দাবি পত্র চাঁচল-১ ব্লক স্বাস্থ‍্য আধিকারিকের কাছে তুলে দিলেন আশাকর্মীরা। মূলত, করোনা মহামারীতে দীর্ঘ টানা দুবছর ধরে ডাক্তার নার্স ও পুলিশ কর্মীদের পাশাপাশি আশাকর্মীর ফ্রন্ট লাইনে থেকে কাজ করছেন। করোনা রুগীকে হাসপাতালে পৌঁছানো থেকে শুরু করে করোনা প্রতিষেধক সবেতেই আশাকর্মীরা কাজ করছেন। এমনকি প্রসূতি মহিলাদের দিবারাত্র হাসপাতালে আনা তারা রীতিমতো সেই কর্তব‍্য পালন করে চলেছে। কিন্তু দীর্ঘ পাঁচ মাস ধরে তারা একাধিক ভাতা থেকে বঞ্চিত।

পাশাপাশি তাদের উপর কোনো নির্দেশ ছাড়াই অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।তাই ক্ষুদ্ধ হয়ে শনিবার দুপুরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন আশাকর্মীরা। মূলত তাদের দাবী, বোনাস দিতে হবে। তার সাথে যাতায়াতের জন‍্য দিতে হবে সাইকেল ও যোগাযোগের জন‍্য মোবাইল ফোন। আশাকর্মীদের উপযুক্ত মর্যাদা ও সাপ্তাহিক সরকারি ছুটি সহ মোট ১৬ দফা দাবি ভিত্তিতে একটি স্মারক লিপি তুলে দেন তারা। মালদা জেলা আশা কর্মী কমিটির সম্পাদক মেহেবুবা খাতুন জানান,মহামারী ঝড় বৃষ্টি সর্বত্রই আমরা ফ্রন্টলাইনে থেকে কাজ করি।তবে উপযুক্ত বেতন ও একাধিক ভাতা থেকে বঞ্চিত। এনিয়ে কোনো ব‍্যবস্থা গ্রহন করছে না স্বাস্থ‍্য মহল। তাই বাধ‍্য হয়ে বিক্ষোভের পথে নেমেছি। দাবি পূরণ না হলে আগামীতে কর্মবিরতির রাখার হুশিয়ারি দিয়েছেন তারা। আশাকর্মীদের স্মারক জমা নিয়ে চাঁচল-১ ব্লক স্বাস্থ‍্য আধিকারিক জানান, দাবি দাওয়ার ভিত্তি একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি স্বাস্থ‍্যভবনে পাঠাব।