Uncategorized

সোমবারই কাজে যোগ দেবেন হাওড়া আদালতের আইনজীবীরা।


হাওড়া , ১৬ মে:- আগামীকাল ১৭ মে সোমবারই কাজে যোগ দেবেন হাওড়া আদালতের আইনজীবীরা। তবে, করোনা পরিস্থিতি দেখে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। করোনা অতিমারী পরিস্থিতির কারণে হাওড়া আদালতের আইনজীবীরা আদালতে কাজ বন্ধ রেখেছিলেন। প্রায় তিন সপ্তাহ পর সোমবার আবারও তারা আদালতের কাজে যোগ দেবেন বলে আদালত সূত্রে জানা গেছে। গত মাসে করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়েছিল হাওড়া আদালতের একাধিক আইনজীবীর প্রাণ। এর পাশাপাশি করনায় আক্রান্ত হয়েছিলেন অনেকেই। এই পরিস্থিতিতে হাওড়া আদালতের তিনটি বার সংগঠন বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছিলেন ২৮ এপ্রিল বুধবার থেকে আইন জীবীরা আদালতের কাজকর্ম থেকে বিরত থাকবেন। সেই থেকে আইনজীবীরা আদালতে কোনও কাজ করছিলেন না। এই প্রসঙ্গে ক্রিমিনাল কোর্ট বারের সভাপতি সমীর বসু রায়চৌধুরী বলেন

সোমবার থেকে আইনজীবীরা কাজে যোগ দেবেন। লকডাউন পরিস্থিতিতে আদালতের ছাড় দেওয়ায় তাঁরা কাজ চালাবেন। সোমবার গিয়ে পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বহু মানুষ প্রতিদিনই আসেন হাওড়া আদালতে। এছাড়াও আসেন বিচারপ্রার্থীরা। কোভিড পরিস্থিতিতে গত এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে দুই আইনজীবীর মৃত্যু হয়েছিল। এর পাশাপাশি ৭ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন হাওড়া আদালতের ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশন, ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরি এবং হাওড়া বার অ্যাসোসিয়েশন এই তিন সংগঠন মিলে বৈঠক করে সিদ্ধান্ত নেন ২৮ এপ্রিল বুধবার থেকে হাওড়া আদালতের সকল আইনজীবীরা আদালতের সব কাজ থেকে বিরত থাকবেন। তারপর থেকে আদালতে কোনও আইনজীবী কাজ করেননি।