সুদীপ দাস , ১৫ মে:- প্রধানমন্ত্রীর মুখে ভূদেব মুখোপাধ্যায়ের নাম উচ্চারিত হওয়ার পর শুরু রাজনীতি। আজ উনবিংশ শতাব্দির প্রখ্যাত সাহিত্যিক তথা শিক্ষাবিদ সাহিত্যিক ভূদেব মুখোপাধ্যায়ের ১২৮ তম প্রয়ান দিবস। সকাল থেকে পৌরকর্মীরা সাফাই অভিযানে নেমেছে চুঁচুড়া বড়বাজারের জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠ সংলগ্ন এলাকা। ওই স্কুলের একাংশেই রয়েছে ভূদেব বাবুর আবক্ষ মূর্তি। প্রসঙ্গতঃ গত ২২শে ফেব্রুয়ারি হুগলীর সাহাগঞ্জ ডানলপ মাঠে বিজেপি দলীয় সভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে ভূদেব মুখোপাধ্যায়ের নাম উঠে আসে। তিনি বলেন ভূদেব মুখোপাধ্যায়ের মত মনিষীদের এই মাটিতে জন্ম। কিন্তু তৃণমূল সরকার তাঁদের কোন সন্মান দেয়না।
তারপর আজ ভূদেব বাবুর ১২৮ তম প্রয়ান দিবসে চুঁচুড়ার বিধায়কের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন অনেকে। এদিন প্রধানমন্ত্রীর সেই ভিডিও ফুটেজ মোবাইলে চালিয়ে সাংবাদিকদের বলেন প্রধানমন্ত্রী জানেন না তৃণমূল মনিষীদের সন্মান দেয়। চুঁচুড়ার ইতিহাসবিদ তথা বর্তমান বিজেপি সদস্য সপ্তর্ষি ব্যানার্জী (রাম)-ও প্রত্যেকবারের ন্যায় এবারে ভূদেব মজুমদারের মূর্তিতে মাল্যদান করেন। তবে কোন রাজনৈতিক দলের সদস্য হিসাবে নয়, রামের মতে তিনি প্রত্যেকবারই এখানে আসেন একজন দ্বায়িত্ত্বশীল ইতিহাসবিদ ও সংস্কৃতিপ্রেমী হিসাবে। তবে তৃণমূলের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানকে স্বাগত জানিয়েই রামের বক্তব্য এটা আসলে তৃণমূলের কাছ থেকে তথাকথিত বহিরাগত তকমা পাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই জয়!