এই মুহূর্তে জেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাওড়ায় পদযাত্রা। অংশ নিলেন সমাজের বিশিষ্টজনেরা।

 

হাওড়া,২১ ফেব্রুয়ারি:-  একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবেও এটি চিহ্নিত হয়ে আছে। শুক্রবার ২১ফেব্রুয়ারি সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক পদযাত্রার আয়োজন করে উত্তর হাওড়া শিল্পী সংস্থা। সালকিয়ার বাঁধাঘাটে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে পদযাত্রা শুরু হয়।পদযাত্রা আসে সালকিয়া বারোয়ারিতলা অবধি। উত্তর হাওড়া শিল্পী সংস্থার শিল্পী, সদস্য এবং বিশিষ্টজনেরা পদযাত্রায় অংশ নেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                             উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, ফুটবলার সাংসদ প্রসূন ব্যানার্জি, দুই প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র ও গৌতম চৌধুরী, অরিজিৎ বটব্যাল, ডঃ বিরাজলক্ষ্মী ঘোষ মজুমদার, মালিপাঁচঘড়া থানার ওসি অমিত কুমার মিত্র ও আরও অনেকে। এদিনের বিশেষ আকর্ষণ ছিল মিজো, অলচিকি মুন্ডা প্রভৃতি ভূমিজ ভাষার অনুষ্ঠান। পরিকল্পনায় ছিলেন সমিত কুমার ঘোষ ও সংযুক্তা দে। উত্তর হাওড়া শিল্পী সংস্থার সম্পাদিকা সংযুক্তা দে বলেন, বাংলা ভালো ভাষা, বাংলা ভালোবাসা। যে ভাষা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ভাইয়ের রক্তে, সেই ভাষাকে কোনও অবস্থাতেই লঘু হতে দেব না। আজকের দিনে এই নিলাম শপথ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.