strong>আরামবাগ , ১৪ মে:- করোনা পরিস্থিতিতে করোনা আক্রান্ত রোগিদের জন্য অভিনব উদ্যোগ নিলো আরামবাগ পৌরসভা। করোনা আক্রান্ত রোগি অথচ বাড়িতে চিকিৎসা চলছে এমন ব্যক্তিদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় আরামবাগ পৌর প্রশাসন। এদিন এই কাজের সুচনা হয় আরামবাগের ভবঘুরে ভবনে।উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা সহ অন্যান্য পৌর আধিকারিক। জানা গিয়েছে, আরামবাগ পৌরসভায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। অ্যাক্টিভ রোগি ছাড়া হাল্কা উপসর্গ আছে এমন রোগিদের বাড়িতে থেকে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তারবাবুরা। সেই মতো আরামবাগ পৌরসভার অন্তরগত বাড়ির মধ্যে কোয়ারান্টাইনে থাকা করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে আরামবাগ পৌরসভা।
আক্রান্ত পরিবার রান্না করা খাবারের জন্য পৌরসভায় ফোনে জানালেই নাম নতিভুক্ত করা হচ্ছে। নাম নতিভুক্ত করার সময় সকাল আট থেকে সারে নয়টা। হেল্প লাইন নম্বর হলো 7719196281 8918015201 9775559113। সম্পুর্ন বিনা পয়সা এই খাবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে একে বারে বাড়ির দরজার সামনে। সেখানে পৌর কর্মীরা হুইসেল বাজাবে। তারপর দরজা খুলে প্যাকেট করা খাবার নিয়ে নেবেন পরিবারে সদস্যরা। পুরো প্রক্রিয়াটা সামাজিক দুরত্ব বজায় রেখে এবং সরকারি স্বাস্থ্য বিধি মেনে করা হবে বলে জানা গেছে। এই বিষয়ে আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী বলেন, বাড়িতে যে সব করোনা রোগি আছে তারা বাইরে বের হতে পারছেন না। খাবারের অসুবিধা হচ্ছে। আমরা পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর জন্য আমরা হেল্প লাইন নম্বর চালু করেছি। সবমিলিয়ে এদিন আরামবাগ পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার মানুষ।