কলকাতা , ১১ মে:- মুখ্য সচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায় এর মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাল রাজ্য সরকার। চলতি মাসের শেষেই তার অবসর নেওয়ার কথা। বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অভিজ্ঞ ও আধিকারিকের কার্যকালের মেয়াদ বাড়ানোর অনুরোধ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে তার মেয়াদ তিন মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে রাজ্যের তরফে কেন্দ্রের কর্মী বর্গ মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। কারণ আইএএস আইপিএস আধিকারিকদের নিয়ন্ত্রক ওই মন্ত্রক। তাই মুখ্য সচিবের মেয়াদ বাড়াতে গেলে সংশ্লিষ্ট মন্ত্রকের অনুমোদন প্রয়োজন। তবে পরিস্থিতির প্রেক্ষিতে প্রশাসনিকভাবে দক্ষ আধিকারিকদের চাকরির মেয়াদ বাড়ানো মোটেই নজিরবিহীন নয় বলে প্রশাসনিক মহলের দাবি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সরকারের আমলেই তৎকালীন মুখ্যসচিব সমর ঘোষ এর কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছিল। ১৯৮৭ ব্যাচের আইএএস আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায় অক্টোবর মাসে রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব নেন। কর্মজীবনে স্বরাষ্ট্র দপ্তর সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করা আলাপন বন্দ্যোপাধ্যায় এর উপর মুখ্যমন্ত্রী নিজেও আস্থাশীল। কেন্দ্রের কাছে মুখ্য সচিবের মেয়াদ বৃদ্ধির পেছনে যুক্তি হিসেবে এই প্রশাসনিক দক্ষতার পাশাপাশি বর্তমান করোনা পরিস্থিতির কথাও তুলে ধরা হয়েছে।যুক্তি হিসাবেরাজ্য সরকারের তরফে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কথা উল্লেখ করা হয়েছে। মুখ্যসচিব হিসেবে আলাপনবাবু যেহেতু প্রশাসনের শীর্ষস্তরে দায়িত্বভার সামলাচ্ছেন, সেক্ষেত্রে তাঁকে বদল করা হলে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা হবে। অন্যদিকে তিনি স্বপদে থাকলে নানা সিদ্ধান্ত ও সমন্বয়ের ক্ষেত্রে অনেকখানি সুবিধা হবে বলে জানানো হয়েছে রাজ্যের তরফে।