কলকাতা , ৮ মে:- টানা তৃতীয় বারের জন্য রাজ্য বিধানসভার অধ্যক্ষ মনোনীত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায় বীরবাহা হাঁসদা, শ্যামল মন্ডল, শশী পাঁজা, গুলশন মল্লিকরা সম্মিলিত ভাবে বিমান বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। পূর্ব ঘোষণা মত স্পিকার নির্বাচন পর্ব বয়কট করেছিল বিজেপি। ফলতো বিনা প্রতিদ্বন্দিতায় ধ্বনি ভোটে অধ্যক্ষ নির্বাচিত হন বিমান বাবু।তাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। নিজের ভাষণে দলীয় বিধায়ক বিশেষ করে নবনির্বাচিতদের নিজের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এলাকায় শান্তি রাখবেন। কেউ হিংসা ছড়াতে চাইলে মানুষকে বোঝাবেন। আরও বিনম্র হতে হবে। জনগণের কাছে পৌঁছতে হবে। করোনা রোগীদের সাহায্য করুন।
পার্থ চট্টোপাধ্যায় এ দিন বিমান বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার অধ্যক্ষ মনোনীত হওয়ায় বলেন, “নবনিযুক্ত অধ্যক্ষকে স্বাগত। আজকের দিন আবেগপূর্ণ। বিমান বন্দোপাধ্যায় অধ্যক্ষ নির্বাচিত হওয়ায়। আমাদের সরকার ও বিমান দার হ্যাটট্রিক। তিনি যেভাবে সংবিধানের প্রতি আস্থা জানিয়ে বিধানসভায় বিধায়কদের বলার সুযোগ দিয়েছেন। গরিমা প্রতিষ্ঠা করেছেন। তিনি তৃতীয় বার অধ্যক্ষ হওয়ায় আশা প্রকাশ করছি। সংবিধান ও কার্যাবলী মজবুত হবে। বিধায়করা মানুষের কথা বলার সুযোগ পাবে। “অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সকলকে স্বাগত জানিয়ে বিধায়কদের নিয়মিত অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানান।