এই মুহূর্তে জেলা

পুলিশের তৎপরতায় ক্যান্সার আক্রান্ত ছেলের চিকিৎসার টাকা ফিরে পেলেন বাবা।


হাওড়া , ৮ মে:- হাওড়া সিটি পুলিশের তৎপরতায় ক্যান্সার আক্রান্ত ছেলের চিকিৎসার টাকা ফিরে পেলেন বাবা। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হয় ওই ব্যক্তির খোয়া যাওয়া প্রায় তিন লক্ষাধিক টাকা সহ ব্যাগ। শুক্রবার উদ্ধার হয় ব্যাগ সহ সেই টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার সালকিয়া নন্দীবাগানের বাসিন্দা দামোদর শর্মা নামে এক ব্যক্তি গত বুধবার একটি ব্যাগে তিন লক্ষ টাকা নিয়ে রিক্সায় করে বাড়ি ফিরছিলেন। তাঁর ক্যান্সারে আক্রান্ত ছেলের চিকিৎসার জন্য সেই টাকা সংগ্রহ করেছিলেন তিনি। রিক্সা থেকে গন্তব্যস্থলে নামার পর তার খেয়াল হয় সেই টাকা ভর্তি ব্যাগ রিক্সায় ফেলে রেখে নেমে পড়েছেন।

খোয়া গিয়েছে সেই টাকা। এরপর নিরুপায় হয়ে দামোদরবাবু স্থানীয় বিধায়ককে বিষয়টি জানান। গোলাবাড়ি থানাতেও যোগাযোগ করা হয়। সেই ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। যে জায়গায় দামোদরবাবু রিকশা থেকে নেমেছিলেন সেখানকার সিসিটিভি ফুটেজ দেখা হয়। সেই সিসিটিভি ফুটেজ দেখে রিক্সাচালক এবং রিক্সা ভ্যানটি সনাক্ত করে পুলিশ। এরপর পুলিশ তদন্তে নেমে ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যে হারানো টাকার ব্যাগ উদ্ধার করে। স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরীর উপস্থিতিতে খোয়া যাওয়া সেই টাকা তুলে দেওয়া হয়েছে দামোদরবাবুর হাতে।