এই মুহূর্তে কলকাতা

ভিন রাজ্য আসা মন্ত্রী , আমলা সকলেরই করোনার নেতিবাচক রিপোর্ট বাধ্যতামূলক – মুখ্যমন্ত্রী।


কলকাতা , ৬ মে:- করোনা পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে এরাজ্যে আসা রাজনৈতিক ব্যক্তি, মন্ত্রী আমলা সকলের জন্যই আর টি পিসি আর পরীক্ষা নেতিবাচক রিপোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে। এমনকি বিশেষ বিমানে যারা আসবেন তাদেরকেও ওই রিপোর্ট সঙ্গে করে আনতে হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ঘোষণা করেছেন। তা না হলে এখানেই তাদের করোনা পরীক্ষা করা হবে এবং রিপোর্ট পজেটিভ হলে বাধ্যতামূলকভাবে দুসপ্তাহের নিভৃতবাসে কাটাতে হবে বলেও তিনি হুশিয়ারি দেন। নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরেও এবং করোনা সংক্রমনের ঊর্ধ্বগতি এবং রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন প্রতিদিন ভিন রাজ্য থেকে রাজনৈতিক ব্যক্তিরা এখানে আসছেন তা নিয়ে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন। তাদের প্ররোচনাতেই রাজ্যে ভোট পরবর্তী হিংসা ছড়াচ্ছে এবং করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল রাজ্যে আসার প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, দিল্লি, উত্তরপ্রদেশে দাঙ্গায় মানুষ মারা গেলে কেন্দ্রের প্রতিনিধি দল যায় না। অথচ এ রাজ্যে সরকার দায়িত্ব নেওয়ার 24 ঘন্টার মধ্যেই প্রতিনিধিদল পাঠানো হয়। ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি-কে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রী বলেন, যেখানে বিজেপি জিতেছে, সেখানে বেশি হিংসার ঘটনা ঘটছে। গত 3 তারিখ পর্যন্ত রাজ্যে রাজনৈতিক হিংসা 16 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে অর্ধেক তৃণমূল অর্ধেক বিজেপির এবং একজন সংযুক্ত মোর্চার বলে তিনি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী বলেন রাজনৈতিক হিংসা রুখতে প্রশাসনকে সব রকমের ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও তিনি আজ ঘোষণা করেছেন। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহতদের পরিবারকে চাকরি দেওয়ার কথাও তিনি আজ ঘোষণা করেছেন।