এই মুহূর্তে জেলা

ব্যাঁটরার পর জগাছার সাঁত্রাগাছি। করোনায় মৃতের দেহ বাড়িতে পড়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা।

হাওড়া , ২৮ এপ্রিল:- প্রায় ১২ ঘন্টারও বেশি সময় ধরে ঘরের মেঝেতে পড়ে রয়েছে কোভিডে মৃতের দেহ। পরে মিডিয়া মারফত খবর জানাজানি হতে এবং এলাকার মানুষের তৎপরতায় উদ্যোগ নেওয়া হয়। এই ঘটনায় হাওড়ার জগাছা থানা এলাকার সাঁত্রাগাছি ষষ্ঠীতলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, কোভিডে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মঙ্গলবার রাত দেড়টা নাগাদ বাড়িতেই মারা যান গোপাল চক্রবর্তী (৬৪) নামের ওই ব্যক্তি। বাড়িতে তখন থেকেই পড়ে থাকে তাঁর দেহ। পরিবারের সদস্যরা জগাছা থানা থেকে শুরু করে হাওড়া পুরসভা সর্বত্র যোগাযোগ শুরু করেন। পরিবারের অভিযোগ, বুধবার সকাল গড়ালেও কোনও ব্যবস্থা হয়নি।

এই ঘটনায় চরম হয়রানির শিকার হতে হয় পরিবারের লোকজনদের। পরিবারের সদস্যরা জানান, হাসপাতালে বেডের অভাবে রোগী ভর্তি হতে পারছেন না খবর পেয়ে দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির রেড ভলেন্টিয়ারের কর্মীরা এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁরাই বাড়িতে এসে অক্সিজেনের ব্যবস্থা করে দেন। বুধবার হাসপাতালে ভর্তি করার যাবতীয় ব্যবস্থা করেন। কিন্তু তার আগেই মঙ্গলবার রাতে গোপালবাবুর মৃত্যু হয়। এদিকে, দীর্ঘক্ষণ বাড়িতে করোনা রোগীর মৃতদেহ পড়ে থাকায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারাও। শেষপর্যন্ত পুরসভার কর্মীরা উদ্ধার করে নিয়ে যায় করোনায় মৃতের দেহ।