এই মুহূর্তে কলকাতা

করোনায় জেরবার কমিশন

কলকাতা, ২৭ এপ্রিল:- * করোনা আবহে গণনা কী ভাবে হবে? তা নিয়ে ইসিআই এর সাথে সিইও দফতরের ভিসি হওয়ার কথা থাকলেও হলো না আজ।
* সিইও দফতর এই বিষয়ে একটা বিকল্প প্লান পাঠিয়েছিলো। সেটারও অনুমোদনও আসেনি ইসিআই থেকে।
* সিইও দফতরে করোনায় আক্রান্ত হয়ে মৃত আবদুল্লা নাসির নামে এক কর্মী।
* সিইও দফতরে হাজিরা ১০ শতাংশের কম।
* মুর্শিদাবাদের ২ অবজারভার আক্রান্ত।