হাওড়া , ১২ এপ্রিল:- রবিবারের ঘটনার রেশ। এবার বহিরাগতদের এনে তৃণমূলের মহিলা কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল গেরুয়া বাহিনীর বিরুদ্ধে। সোমবার রাতে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার অনন্তদেব মুখার্জি লেনে অগ্রণী সংঘের মাঠ সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে। তৃণমূলের মহিলা কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, সব জেনেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তৃণমূলের অভিযোগ, বিভিন্ন মন্ডল থেকে বহিরাগত মহিলা কর্মীদের এনে এদিন পরিকল্পিতভাবে ওই হামলা চালায় বিজেপি। তৃণমূলের মহিলা কর্মীরা ঘটনায় জখম হন। এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাফ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে আসেন মধ্য হাওড়ার তৃণমূল নেতৃত্ব। পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায় জানান, থানায় এফআইআর করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এদিনের ঘটনার বিষয়ে তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের উপর এদিন আচমকাই চড়াও হয়। মারধর শুরু করে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তবে, বিজেপির বক্তব্য এখনো জানা যায়নি।