এই মুহূর্তে জেলা

কড়া নিরাপত্তায় আজ হাওড়াতেও ভোটগ্রহণ চলছে।


হাওড়া , ১০ এপ্রিল:- আজ শনিবার চতুর্থ দফার নির্বাচনে হাওড়ার ৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। সকাল ৭টা থেকে ভোট শুরু হবে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যে সাড়ে ৬টা পর্যন্ত। হাওড়ার দ্বিতীয় দফায় ৯টি আসনের মধ্যে পুলিশ কমিশনারেট এলাকার মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র এবং গ্রামীণ পুলিশ এলাকার মধ্যে দুটি কেন্দ্র রয়েছে। শহর এলাকার প্রত্যেকটি বুথের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুথে ত্রিস্তরীয় নিরাপত্তা রাখা হয়েছে। শহর এলাকায় মোট বুথ সংখ্যা ২,৪৩৫টি। যার মধ্যে ১,৪০০ বুথ স্পর্শকাতর। বুথে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশও। শুধুমাত্র শহর এলাকার জন্য ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে। এর পাশাপাশি ৫০০০ রাজ্য পুলিশ রয়েছে। ৯৯টি কুইক রেসপন্স টিম, ১৬টি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং ৪০টি মোবাইল ভ্যান মোতায়েন করা হয়েছে। অতি স্পর্শকাতর বুথগুলোতে পরিস্থিতির উপর নজরদারি করতে তিনটি ড্রোন ব্যবহার করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বেশ কিছু এলাকায় গন্ডগোল হতে পারে বলে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও শুধুমাত্র গ্রামীণ এলাকার জন্য ৪২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে।এর পাশাপাশি ৬টি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং ৫টি এইচআরএফএস রাখা হয়েছে।

নদী তীরবর্তী জেলা হওয়ায় পরিস্থিতির উপর নজরদারি করতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আজ নির্বাচনের দিন সমস্ত খেয়া পারাপার ও নৌ চলাচল বন্ধ থাকছে।উল্লেখ্য, হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সংখ্যা ১১ জন, হাওড়া উত্তরে ১৩ জন, হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রে ১৩ জন, শিবপুরে ১০ জন, হাওড়া দক্ষিণে কেন্দ্রে ১২ জন, সাঁকরাইলে ৮ জন, পাঁচলায় ৫ জন, উলুবেড়িয়া পূর্বে ৭ জন, ডোমজুড়ে ১৪ জন প্রার্থী। ৯টি বিধানসভা কেন্দ্রে মোট ৯৩ জন প্রার্থীর ভাগ্য আজ নির্ধারণ হবে। মোট ভোট কর্মী ১৪,৯৯৬ জন, রিজার্ভ ৬৭০ জন। বালি বিধানসভা কেন্দ্রে বুথ সংখ্যা ২৩৯ ও ভোটার সংখ্যা ১৭৫৮২৭, হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রে বুথ সংখ্যা ৩০৫ ও ভোটার সংখ্যা ২১৮২৯৪, হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রে বুথ সংখ্যা ৩৬৬ ও ভোটার সংখ্যা ২৬৬২৬০, শিবপুর বিধানসভা কেন্দ্রে বুথ সংখ্যা ৩২৮ ও ভোটার সংখ্যা ২৩২৯৬৮, হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বুথ সংখ্যা ৪০৩ ও ভোটার সংখ্যা ২৯৩০৯৭, সাঁকরাইল বিধানসভা কেন্দ্রে বুথ সংখ্যা ৩৯১ ও ভোটার সংখ্যা ২৭৭০৩৮, পাঁচলা বিধানসভা কেন্দ্রে বুথ সংখ্যা ৩৬২ ও ভোটার সংখ্যা ২৬৫৮৪৩, উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে বুথ সংখ্যা ৩২৭ ও ভোটার সংখ্যা ২৩৩৬৩৭, এবং ডোমজুড় বিধানসভা কেন্দ্রে বুথ সংখ্যা ৪০৩ ও ভোটার সংখ্যা ২৯৯০৬৩। ৯টি বিধানসভা কেন্দ্রে মোট বুথ সংখ্যা ৩,১২৪ ও মোট ভোটার সংখ্যা ২২,৬২,০২৭ জন। আজ সকাল থেকেই হাওড়ায় বিভিন্ন বুথের সামনে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে।