এই মুহূর্তে জেলা

কোন্নগর , চুঁচুড়া , চন্ডিতলা একদিনে তিনটি সভা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর।

হুগলি , ৩ এপ্রিল:- হুগলি জেলায় একদিনে তিনটি সভা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। হুগলি জেলায় দুদফায় ভোট ৬ তারিখ ও ১০ তারিখ। তার আগে সোমবার চুঁচুড়া, চন্ডিতলা ও কোন্নগরে তিনটি নির্বাচনী জনসভা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার আগে হুগলি জেলার তিনটি জায়গায় দেখা গেল জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর মুখ্যমন্ত্রী সভা ঘিরে দলীয় কর্মীসমর্থকদের সাথে সাথে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা বলে দিচ্ছে মমতা ব্যানার্জী মানুষের মনে একই জায়গায় আছেন। সোমবার প্রথমে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত দেবনন্দপুর সাহেববাগান ক্লাবের মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী।এরপর চন্ডিতলার কৃষ্ণরামপুর জঙ্গলপাড়া মাঠে সভা করবেন।

এরপর উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত কোন্নগরে এলকালি মাঠে সভা করবেন তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জী।হুগলি জেলার তিনটি সভার মধ্যে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগরে মমতা ব্যানার্জীর সভাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ এই বিধানসভা কেন্দ্রের কোন্নগরের বাসিন্দা আগের তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল মমতা ব্যানার্জীর কাছের মানুষ বলেই পরিচিত ছিল কিন্তু সে এখন দলবদলে বিজেপি দলের টিকিটে লড়ছে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে আর তার বিপরীতে তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক। এবার কোন্নগরে এসে মমতা ব্যানার্জী কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। তবে সোমবার মুখ্যমন্ত্রীর তিনটি সভা ঘিরেই দেখা যাচ্ছে তৃণমূল কর্মীসমর্থক সহ সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা।