এই মুহূর্তে জেলা

“মোটা ভাই আসুক বা যেই আসুক, বাংলায় বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন সফল হবেনা – অরূপ রায়।

হাওড়া , ৪ এপ্রিল:- “মোটা ভাই আসুক বা যেই আসুক, বাংলায় বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন সফল হবেনা।” রবিবার বিকেলে হাওড়ার ব্যাতাইতলায় এক নির্বাচনী জনসভায় ওই মন্তব্য করেন তৃণমূল নেতা অরূপ রায়। তিনি বলেন, “শনিবার হাওড়ায় ইছাপুর জলের ট্যাঙ্ক থেকে সালকিয়া সম্মিলনী পার্ক পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে পদযাত্রা করেছেন তাতে লোকের ভিড় সামলাতে শরীরের রক্ত জল হয়ে গেছে। হাজার হাজার মানুষের উল্লাস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। সুতরাং কার সঙ্গে আপনারা ( বিজেপি ) লড়াই করছেন ? যান বাচ্চা ছেলে চলে যান বাংলা ছেড়ে। এখানে কিচ্ছু হবে না। মোটা ভাই আসুক, বা যেই বাংলায় আসুক বাংলার ক্ষমতা দখলের স্বপ্ন ভুলে যান। বাংলার ক্ষমতা দখলের স্বপ্ন আপনাদের সফল হবে না।

বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ৬৪টি প্রকল্প হয়েছে। প্রতিটি মানুষ উপকৃত হয়েছেন। কিছু মানুষ যারা বাংলার কিছুই জানেননা, তারা বাংলা ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন। এই রাজ্যে যত দফাতেই নির্বাচন হোক না কেন ২২৫ টির বেশি আসন নিয়ে ক্ষমতা দখল করব আমরা। বিদেশ থেকে প্রচুর টাকা আসছে এখানে। অন্য রাজ্য থেকে গুন্ডা নিয়ে আসা হচ্ছে। ভোটের সময় কোন বেচাল দেখলে সকল মানুষ রাস্তায় নেমে এর প্রতিবাদ করবেন।” উল্লেখ্য, রবিবার বিকালে ব্যাতাইতলা বাজারে একটি রাজনৈতিক জনসভার আয়োজন করা হয় দক্ষিণ হাওড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নন্দিতা চৌধুরীর সমর্থনে। ওই সভায় হাওড়া সদরের তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়ের উপস্থিতিতে প্রায় শতাধিক কর্মী বামফ্রন্ট ও বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।