এই মুহূর্তে জেলা

দাসনগর-কান্ডে ঘটনাস্থলে ফরেনসিক দল।

হুগলি, ১৩ জানুয়ারি:- বন্ধুর ফ্ল্যাটে এসে ৭ তলার উপর থেকে নিচে পড়ে অস্বাভাবিক মৃত্যু হয় হাওড়ার দাসনগরের দ্বাদশ শ্রেণির ছাত্র গণেশ ঘোষের (১৭)। এই ঘটনায় মৃত ছাত্রের পরিবারের তরফ থেকে দাসনগর থানায় উপযুক্ত তদন্ত দাবি করে অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার দুপুরে তদন্তের কাজে ঘটনাস্থলে আসেন ফরেনসিক দল। বহুতলের ছাদের উপর থেকে ডামি পুতুল নিচে ফেলে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করেন তাঁরা। ফরেনসিক তদন্তকারী দলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডঃ চিত্রাক্ষর সরকার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এখনই তদন্তের সম্পর্কে কিছু জানানো সম্ভব নয়। কিছু বলার মতো পরিস্থিতি নেই। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি আরও পরিষ্কার হবে।

প্রসঙ্গত, বুধবার রাতে গল্পগুজব করার জন্য বন্ধু ডেকেছিল ওই ছাত্রকে। তারপরেই ঘটে এই দুর্ঘটনা। এটা হত্যা না দুর্ঘটনা তা নিয়ে এখনও ধোঁয়াশায় মৃতের পরিবারও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে হাওড়ার দাশনগর থানা এলাকার ‘ভি’ রোডে। মৃত ছাত্রের নাম গণেশ ঘোষ (১৭)। বালিটিকুরি এলাকার বামনপাড়ার বাসিন্দা ছিল মৃত ছাত্র। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল গণেশ। এই ঘটনার পর যে বন্ধুর ফ্ল্যাটে ওই ছাত্র রাতে গল্প করেতে গিয়েছিল সেই বন্ধু ও তার বাবাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে মৃতের পরিবারের লোকজন ঘটনাটিকে আত্মহত্যা বা দুর্ঘটনা বলে মানতে চাইছেন না। তাঁরা পুলিশের কাছে ঘটনার যথাযত তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশের দাবি তুলেছেন।