এই মুহূর্তে জেলা

দিদি টানা ২ ঘন্টা একটা বুথে বসে থেকে নিজের হার স্বীকার করে নিয়েছেন – যোগী আদিত্যনাথ।

সুদীপ দাস , ৪ এপ্রিল:- দিদি টানা ২ ঘন্টা একটা বুথে বসে থেকে নিজের হার স্বীকার করে নিলেন। এভাবে হার মেনে নেওয়া খুব ভালো বিষয়। নন্দীগ্রামের ভোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার হুগলীর চন্দননগর বিধানসভার বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ-র সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যোগীজি। এদিন দুপুর দুটো নাগাদ চন্দননগর কুঠির মাঠে যোগীর হেলিকপ্টার নামে। সেখান থেকে গাড়িতে করে তিনি চলে আসেন চন্দননগর মেরীর মাঠের জনসভায়। মঞ্চে প্রার্থী দীপাঞ্জন গুহর পাশাপাশি উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য সায়ন্তন বসু, হুগলী সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী সহ অন্যান্যরা। এদিন বক্তব্য দিতে উঠেই ঐতিহাসিক চন্দননগরের কথা উঠে আসে আদিত্যনাথের গলায়। তিনি বলেন চন্দননগর হলো মিনি কাশী।

কিন্তু ঐতিহাসিক চন্দননগরে উন্নয়নের কোন কাজই করেনি বাম ও সরকার। কিন্তু এবার বিজেপি সরকার এলে চন্দননগর নিজের ঐতিহ্য ফিরে পাবে। পাশাপাশি বাংলার গুন্ডাবাহিনী নিয়ে সরব হন যোগী। তিনি বলেন উত্তরপ্রদেশে আমরা ক্ষমতায় আসার পর বিগত চার বছরে সমস্ত গুন্ডারা হয় জেলে গেছে নয়তো “রাম নাম সত্য হ্যায়” হয়েছে। এবার বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পরদিন থেকেই গুন্ডারা নিজের নিজের পাপ অনুযায়ী সাজা পাবে। এই মঞ্চ থেকে এদিন কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়েননি যোগী। তিনি বলেন উত্তরপ্রদেশের যে অমেঠি একটা পরিবার থেকে একাধিক প্রধানমন্ত্রী দিয়েছে সেই অমেঠীতে এখন রাহুল গান্ধী ঢুকতে পারেন না। কংগ্রেস এখন শান্ত হয়ে ঘরে ঢুকে গেছে বলেও তিনি কটাক্ষ করেন।