এই মুহূর্তে জেলা

কিছু বিক্ষিপ্ত অশান্তি বাদ দিলে প্রথম দফার ভোট চলছে মসৃন গতিতে।

সোজাসাপটা ডেস্ক , ২৭ মার্চ: বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা বাদ দিলে এখনও পর্যন্ত রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট চলেছে মসৃণ গতিতে। ভোটের হারেই পরিস্কার মানুষ সর্বত্র উত্সাহ উদ্দীপনার সঙ্গে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। সকাল থেকেই ভোট কেন্দ্রের সামনে উত্সাহী ভোটদাতাদের লম্বা লাইন চোখে পড়েছে।যথা সম্ভব কোভিড বিধি মেনে চলছে ভোট গ্রহণ।বেলা একটা পর্যন্ত পাঁচ জেলায় ৩০ আসনে গড়ে ভোট পড়েছে প্রায় ৫৫ শতাংশ। এদিকে রাজ্যে আট দফা ভোট পর্বের শুরুতেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুপক্ষের পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের চাপান উতোরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের তরফে মূলত কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার, ইভিএম এবং ভিভিপাট যন্ত্রে কারচুপি, ভোটারদের বাধা দেওয়া এবং ভয় দেখানোর অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে।অন্যদিকে রাজ্যের শাসক দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বেশ কয়েকটি জায়গায় গাজোয়ারি অভিযোগ করেছে বিজেপি।

দু পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। দক্ষিণ কাঁথি বিধানসভার অন্তর্গত মাজানা মক্তব প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম কারচুপির অভিয়োগকে কেন্দ্র করে ছড়ানো উত্তেজনায় ভোটগ্রহণ বেশ কিছুক্ষন বন্ধ থাকে।যদিও ওই অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন।গড়বেতার হেতাশোলে ২২৬ নম্বর বুথে ভোট দিয়ে ফেরার সময় ১২ জন বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ আহত গাড়ি চালক। গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়উঠেছে।কাঁথিতে বিজেপি নেতা সৌমেন্দুু অধিকারীর গাড়িতে হামলার অভিয়োগ উঠেছে। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর থেকে ভোটে অশান্তির সবথেকে বেশি খবর নিলেছে। এছাড়া শালবনিতে সিপিআইএম প্রার্থী সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় । অন্য সব অভিযোগ খতিয়ে দেখে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।