এই মুহূর্তে কলকাতা

বুথ এলাকার বাসিন্দাকেই এজেন্ট করতে হবে , এই দাবীতেই কমিশনের দারস্থ তৃণমূল।

কলকাতা , ২৭ মার্চ:-নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত বুথ এলাকার বাসিন্দা কেই বুথের এজেন্ট করতে হবে। এই দাবিতে আজ কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে দরবার করল তৃণমূল এক প্রতিনিধি দল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিন ৯ সদস্যের এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে তৃণমূলের পক্ষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, এদের চিহ্নিত করা যাচ্ছে না যারা বাইরে থেকে বুথের এজেন্ট হচ্ছে ফলে অসুবিধা হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিক সব শুনেছেন। অবিলম্বে তিনি এই অভিযোগ দিল্লিতে জানাবেন বলে জানিয়েছেন।

এদিকে ভোটারদের সুষ্টভাবে ভোট দিতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন যায়গায় ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। দলের রাজ্যসভা সাংসদ প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে অভিযোগ জানান। বেশ কিছু জায়গায় প্রার্থীরা আক্রান্ত হয়েছে বলেও অভিযোগ করেছেন প্রদীপ ভট্টাচার্য।তিনি বলেন প্রথম দফা । নির্বাচন কমিশন যেখানে বার বার শান্তিপূর্ণ ভোটের কথা বলছে তা আদৌ হচ্ছে না।প্রার্থীরা আক্রান্ত হচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী-নীরাপদ ভোট এসব গল্প কথা হয়ে যাচ্ছে। অবিলম্বে ওই সব এলাকায় পর্যবেক্ষক পাঠাতে তারা অনুরোধ করেছেন কমিশনকে।