এই মুহূর্তে জেলা

গরম যত পড়ছে তৃণমূল আইসক্রিমের মতো গলে যাচ্ছে – মোহাম্মদ সেলিম।


পশ্চিম মেদিনীপুর , ২২ মার্চ:- গরম যত পড়ছে তৃণমূল টা আইসক্রিমের মত ততই গলে যাচ্ছে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তপন ঘোষ এর সমর্থনে গড়বেতা শহরে নির্বাচনী জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। এছাড়াও তিনি বলেন দশ বছর নাকি উন্নয়ন হয়েছে ব্যানার ফেস্টুন ছেয়ে প্রচার করা হচ্ছে।অথচ নন্দীগ্রামে যখন নিজের পা ভাঙল তখন পাশাপাশি কোনো হসপিটাল বা চিকিত্সাকেন্দ্র ছিল না ওই পরিষেবা দেওয়ার মতো প্লাস্টার করতে গ্রিন করিডর করে কলকাতায় নিয়ে যেতে হয়েছিল এই হচ্ছে দশ বছরের উন্নয়ন। এই দিন উক্ত সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম তরুণ রায় সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব।