এই মুহূর্তে জেলা

এবার একচল্লিশ জন বিধায়ক বিজেপিতে যোগ দেবেন বলে দাবি,অর্জুন সিংয়ের

২০ ফেব্রুয়ারি,ব্যারাকপুরঃ- নির্বাচন বিধি জারি হলেই শাসকদলের ৪১ জন বিধায়ক ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেবেন। শনিবার সকালে পানিহাটির নাটাগড় কালিতলায় এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে এমনটাই দাবি করলেন সাংসদ অর্জুন সিং। শুধু এখানেই তিনি থেমে থাকেন নি। তার কথায়,টিভিতে ডিবেট অনুষ্ঠানে তার সঙ্গে বসছেন এমন বিধায়কও আগামীকাল বিজেপিতে যোগ দিতে পারেন। তৃণমূলের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে। উল্লেখ্য,গত ১৪ ফেব্রুয়ারি ঘোলা থানার পানিহাটির কালিতলার সারদা পল্লীতে আক্রান্ত হয়েছিলেন বিজেপি কর্মী শুভাশিস দাস ও তার বাবা।

সেই হামলার প্রতিবাদে আয়োজিত সভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,অনেক মার সহ্য করেছি। আর নয়। এবার নিউটনের তৃতীয় সূত্র দেবার পালা। তৃণমূল নেতা মদন মিত্রকে কড়া ভাষায় আক্রমন করে তিনি বলেন,তৃণমূল কংগ্রেস সার্কাসের এক জোকারকে ময়দানে নামিয়েছে। যিনি কুমড়ো হাতে নিয়ে মঞ্চে নাচ করছেন। কিন্তু ওকে এবার চোর তাড়ানোর মতো তাড়াতে হবে। তাহলে এলাকা সুরক্ষিত থাকবে। সভা শেষে সাংসদ অর্জুন সিং আক্রান্ত বিজেপি কর্মী শুভাশিস দাসকে দেখতে তার বাড়িতে যান। তিনি তার পরিবারের সঙ্গে কথাও বলেন।