এই মুহূর্তে জেলা

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে লাথি মারার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো।

হুগলি , ২ মার্চ:- তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে লাথি মারার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার কারবালা মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাত ১০টা নাগাদ কয়েকজন যুবক কারবালা মোড়ে তৃণমূল সুপ্রিমোর ছবি সহ পোষ্টার-হোর্ডিং লাথি মেরে খুলছিলো। কেউ কেউ আবার সেগুলো ছিঁড়েও দিচ্ছিলো বলে অভিযোগ। এই খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত।

সেসময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবকরা চলে গেলেও যার তত্ত্বাবধানে ফ্লেক্স-হোর্ডিং খোলা হচ্ছিলো সেই ব্যাক্তিকে চেপে ধরেন ইন্দ্রজিৎবাবু। শুরু হয় ব্যাপক বাদানুবাদ। নিজেদের কাছে এসডিওর অনুমতি আছে জানালেও এদিন রাতে কোন অনুমতি পত্র দেখাতে পারেননি ওই ব্যাক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে চুঁচুড়া থানার পুলিশ। রাতেই এসডিওকে বিষয়টি ফোনে জানান ইন্দ্রজিৎবাবু। তিনি বলেন আমাদের ছেলেরা ওই ব্যানারগুলো সরকারী জায়গা থেকে খুলে নেওয়ার কথা বললেও তাতে রাজি হয়নি আগত যুবকরা। তারা অন্য দলের ব্যানারগুলো যত্ন নিয়ে খুললেও দেখে দেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স-হোর্ডিংগুলোতে লাথি মারে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।