এই মুহূর্তে জেলা

মিড ডে মিলের রান্না করা খাবার নিয়ে হাওড়ার স্কুলে বিক্ষোভ।

হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- স্কুলের মিড ডে মিলের রান্না করা খাবার অধিকাংশ ছাত্রীই আজ পায়নি। উপরন্তু যে খাবার দেওয়া হয়েছিল তাও ছিল ‘নিম্নমানের’। এর প্রতিবাদে আজ স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। বুধবার সকালে হাওড়ার সাঁতরাগাছির একটি স্কুলের প্রাথমিক বিভাগে এর জেরে উত্তেজনা ছড়ায়। অভিভাবকদের অভিযোগ, এদিন প্রায় ২০০ জন ছাত্রী ক্লাসে হাজির ছিল।

কিন্তু এদের মধ্যে মাত্র ৮০ জন ছাত্রীকে রান্না করা খাবার দেওয়া হয়। মেনুতে ছিল ফ্রায়েড রাইস, মাংস এবং চাটনি। কিন্তু অল্প খাবার আসায় বাকি অর্ধেক ছাত্রী এদিন প্রথমে খাবার পায়নি। তারা দীর্ঘক্ষণ ধরে স্কুলে অপেক্ষা করে। পরে আবার খাবার এলেও সেই খবারের মান অত্যন্ত খারাপ ছিল বলে অভিযোগ তোলেন অভিভাবকরা। এই নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের সামনে ক্ষোভে ফেটে পড়েন। অভিভাবকদের অভিযোগ, প্রত্যেক ছাত্রী আজ তো মিড ডে মিলের খাবার পায়নি, পাশাপাশি রান্না করা খাবারের মান ভালো ছিলনা। অভিভাবকরা জানান, স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর স্কুলের তরফ থেকে শুধু বলা হয়েছে বিষয়টি তারা দেখবেন।