এই মুহূর্তে খেলাধুলা জেলা

বিজেপির পরিবর্তন যাত্রায় রাস্তা অবরোধ তৃণমূলের।


হুগলি , ২ মার্চ:- বিজেপির পরিবর্তন যাত্রায় রাস্তা অবরোধ তৃণমূলের। শিবতলা এলাকায় তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি,উত্তেজনা এলাকায়।তৃণমূলের দাবি তাদের পার্টি অফিসের সামনে ইচ্ছে করে মাইক বেঁধে দলের নেতা নেত্রী দের বিরুদ্ধে গালাগালি করছে। আমরা পুলিশ ও বিজেপির নেতাদের অনুরোধ করি মাইক খুলে নেওয়ার জন্য কিন্তু মাইক খোলে নি। উত্তরপাড়া গৌরী সিনেমা হলের সামনে থেকে শুরু হয় এই পরিবর্তন যাত্রা।উপস্থিত ছিলেন প্রবীর ঘোষাল সংগঠনিক সভাপতি শ্যামল বসু। তৃণমূলের আরো অভিযোগ আমাদের পার্টি অফিসের সামনে ইচ্ছে করে মাইক বেঁধেছে বিজেপি।অবিলম্বে মাইক খুলতে হবে না হলে রাস্তা অবরোধ চলবেই। এরপরেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দুই দলের নেতা কর্মীরা।এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে।পরে জিটি রোড।