এই মুহূর্তে কলকাতা

এবার ইভিএম বা পোস্টাল ব্যালটে প্রতীক এবং প্রার্থীর নামের পাশে তাদের ছবিও থাকবে।

কলকাতা, ১ মার্চ:- আসন্ন বিধানসভা নির্বাচনে ইভিএম বা পোস্টাল ব্যালটে প্রতীক এবং প্রার্থীর নামের পাশে তাদের ছবিও থাকবে। এক কেন্দ্রে এক নামের একাধিক প্রার্থী নিয়ে ভোট দাতাদের অসুবিধায় পড়তে হয়। অনেক সময় হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে তারিন তার নামেই একাধিক প্রার্থী বিভিন্ন প্রতীক দাঁড়িয়ে যান। এতে বিভ্রান্ত হন ভোটাররা। তাদের সেই বিভ্রান্তি দূর করতে দূর করতে কমিশন এবার নতুন ব্যবস্থা নতুন ব্যবস্থা চালু করতে চলেছে। এজন্যই প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জমা দেওয়ার সময় স্ট্যাম্প সাইজ ছবি দিতে বলা হচ্ছে। সেই ছবি ব্যবহার করা হবে ইভিএম এবং পোস্টাল ব্যালটে। এর পাশাপাশি দিতে হবে প্যান কার্ডের তথ্য। প্যান কার্ড না থাকলে তারও উল্লেখ করতে হবে হলফনামায় বলে সূত্রে জানা গেছে