এই মুহূর্তে জেলা

মেলা দিয়েই খেলা শুরু হবে ! বললেন মদন মিত্র।

পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি:- মেলা দিয়েই খেলা শুরু হবে, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে ডেবরা গ্রামীণ মেলা উদ্বোধন করতে এসে এমনই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস এর রাজ্য নেতৃত্ব মদন মিত্র। সেই সঙ্গে নির্বাচন কমিশনারের ৮ দফা ভোট ঘোষণা কে কেন্দ্র করে জানান, বিজেপির যা অবস্থা ৮ কেন তারা যদি ৮৮ দফাও ভোটের দিনক্ষণ ঘোষণা করে তাদের ক্যান্ডিডেট জোগাড় হবে না। মদন মিত্র বলেন ২ মে ভোটের রেজাল্ট করতে ঘোষণা, তার আগেই পুরো খেলা হয়ে যাবে। মেদিনীপুরের এক নেতা বলেছিলেন হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে। আসল হচ্ছে হরে কৃষ্ণ হরে হরে তৃণমূলের যত এঠোঁট উচ্ছিষ্টগুলো বিজেপির ঘরে ঘরে ওরা প্রার্থী দিতে পারবে না। মেদিনীপুরে কে পথ দেখাল এই মেলা আর এই মেলা দিয়ে মেদিনীপুরের খেলা শুরু হল পশ্চিম মেদিনীপুরের ডেবরার মেলার উদ্বোধন করতে এসেই এমনটাই মন্তব্য করলেন তৃণমূল নেতা মদন মিত্র।

নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন প্রথম দফাতেই পশ্চিম মেদিনীপুরের নির্বাচন তার আগেই মদন মিত্রর এই মন্তব্য ঘিরে জল্পনা শুরু। বিজেপি যা চাইবে তাই পাবে যেরকম বলবে সেরকমই খেলা হবে শুধু ডিটোনেটর দিয়ে ব্লাস্ট করাতে পারব না আর পামেলার ঝামেলা নিতে পারব না। ডেবরা মেলা কমিটিকে বলে দিয়েছি মেলার স্টলগুলোতে খেলার ক্রিকেটের উইকেট এবং হকিস্টিকও দরকার হলে রাখতে হবে। কারণ ছেলেদের কে আটদফা খেলতে হবেতো! তাই খেলাধুলার সরঞ্জামসহ সমস্ত কিছু মজুত রাখা হয়। মেলা মঞ্চ থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন মদন মিত্র।

ডেবড়ায় হরিমতি হাইস্কুলের মাঠে ঘাটাল লোকসভা র সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের উদ্যোগে আয়োজিত ৮ দিন ব্যাপী ডেবড়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা তৃনমূল নেতা মদন মিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য বিবেক মুখার্জি, অলোক আচার্য, উৎসব কমিটির সভাপতি সীতেশ ধাড়া, রাজ্য তৃনমূল ছাত্রপরিষদ এর সভাপতি তৃণাংকুর ভট্টাচার্য্য, জেলা ছাত্রপরিষদ এর সভাপতি সৌরভ চক্রবর্তী, জেলা তৃনমূলের নেতা গোপাল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।