এই মুহূর্তে কলকাতা

আট দফার এই ভোট ঘোষণা রাজ্যকে অপমান করেছে কমিশন – মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি:- ২০১১ সালে পরিবর্তনের বছর এই রাজ্যে ৬ দফায় নির্বাচন হয়েছিল। পরের বার অর্থাৎ ২০১৬ তে এই নির্বাচন হয়েছিল সাত দফায়। আর এবার অর্থাৎ ২০২১-এ রাজ্যে বিধানসভা নির্বাচন নজিরবিহীন ভাবে হতে চলেছে ৮ দফায়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে ক্ষোভ প্রকাশ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি, কংগ্রেসের মতো বিরোধী দলগুলি। তবে কমিশনের এই সিদ্ধান্তকে তীব্র প্রতিবাদ জানিয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ সৌগত রায়ের কথায়, পশ্চিমবঙ্গের সঙ্গে কমিশন যে বিমাতৃসুলক আচরণ করে তা ফের প্রমাণ হল। কী কারণে এত দফায় এই নির্বাচন করা হচ্ছে, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই।

আট দফার এই ঘোষণা করে রাজ্যকে অপমান করেছে কমিশন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘বাংলাকে আমি খুব ভাল চিনি। আপনাদের সব চক্রান্ত ভেঙে দেব বাংলার মানুষ। কারণ বাংলার মানুষই বাংলা শাসন করবে। এই ঘোষণায় আমি দুঃখিত ও ব্যথিত।’ পাশাপাশি, বিশেষ পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক নিয়েও মুখ্যমন্ত্রী কমিশনকে একহাত নিয়েছেন এদিন। যদিও নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর দেশের নির্বাচন কমিশনার সুনীল অরোরা সাংবাদিকদের স্পষ্টই জানান, ২০১১তে ৬ দফা এবং ২০১৬ তে ৭ দফার পর চলতি বছর ৮ দফা খুব একটা বড় ব্যাপার নয়। তবে এই দফা করা হয়েছে, ওই রাজ্যের বর্তমান পরিস্থিতি, নিরাপত্তাবাহিনী মোতায়েন, রাজনৈতিক দলগুলির মতামত ও অভিযোগ সবকিছুর কথা মাথায় রেখেই। এই নিয়ে আলাদা করে কিছুই মন্তব্য করার নেই।

পাশাপাশি, সুনীল অরোরা স্পষ্ট করে না বললেও এটা পরিষ্কার যে রাজ্যের নিরাপত্তার দিকটি মাথায় রেখেই এই নির্ঘণ্ট করা হয়েছে। তিনি এদিন বলেন, ‘সব দিক খতিয়ে দেখেই এই রাজ্যে ২ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। ঠিক যেভাবে তামিলনাড়ুতে ২ জন আয়-ব্যয়ের পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সেই কারণেই সবদিক দেখেই এই ৮ দফার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কমিশনের এই সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই সাংবাদিক সম্মেলনের পর কালীঘাটে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘এটা কার সুবিধা করে দিতে করা হয়েছে, তা স্পষ্ট। এটা নরেন্দ্র মোদি ও অমিত শাহের কথায় হয়েছে। ওঁরা বাকি সব রাজ্যের নির্বাচন করে ২৩ দিন ধরে এখানে খেলা খেলবেন।’