এই মুহূর্তে জেলা

বালিতে বেসরকারি বাস, মিনি বাস চলাচল আজও পুরোপুরি বন্ধ। চরম ভোগান্তি যাত্রীদের।

হাওড়া, ২ জুলাই:- বাস চালুর দ্বিতীয় দিনেও বালিখাল থেকে ধর্মতলা ৫৪ নম্বর রুটের বেসরকারি বাস এবং বালিখাল থেকে খিদিরপুর মিনি বাস চলাচল শুক্রবার দ্বিতীয় দিনেও পুরোপুরি বন্ধ রয়েছে। হাওড়া যেতে এখানে অফিস যাত্রীদের ভরসা করতে হচ্ছে অটো ও টোটোর উপর। সেখানে গুনতে হচ্ছে বেশি ভাড়া, এমনই অভিযোগ যাত্রীদের। বাস চালক ও কন্ডাক্টরদের দাবি যেভাবে তেলের দাম বৃদ্ধি হয়েছে বাসের ভাড়া না বাড়ালে বাসের মালিক বাস চালাতে দিচ্ছেনা।

দু’মাস ধরে বসে খুব কষ্টের মধ্যেই সংসার চলছে ড্রাইভার কন্ডাক্টরদের। সমস্যা সমাধানের আশায় তারা রোজই বাসের সামনে বসে অপেক্ষা করছেন। এদিকে বেসরকারি বাস মিনি বাস না চলার সুযোগ নিয়ে টোটো, অটো ‘অতিরিক্ত’ ভাড়া নিয়ে যাত্রীদের হাওড়া পৌঁছে দিচ্ছে। বাস চালকদের আরও অভিযোগ, অত্যাধিক টোটো জিটি রোডে চলায় তাদের যাত্রী পেতে সমস্যার মুখে পড়তে হয়।