এই মুহূর্তে কলকাতা

মিলেনিয়াম পার্ক থেকে চন্দনগর বিশেষ লঞ্চ পরিষেবা চালু।

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- রাজ্য পরিবহন নিগম পর্যটকদের সুবিধার্থে জলপথে মিলেনিয়াম পার্ক থেকে হুগলীর চন্দনগর পর্যন্ত বিশেষ লঞ্চ পরিষেবা চালু করেছে। কলকাতায় আজ এই পরিষেবার উদ্বোধন করে পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর জানিয়েছেন, প্রতি সপ্তাহের শেষে শনি ও রবিবার এই বিশেষ বোট রাইড বা ভ্রমণের সুবিধা থাকবে। সকাল ১০ টায় মিলেনিয়াম পার্ক জেটি থেকে যাত্রা শুরু হয়ে চন্দননগর ও শ্রীরামপুরে নিয়ে যাওয়া হবে।

পর্যটকরা সেখানে সারাদিন বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে রাতে আবার কলকাতায় ফিরে আসতে পারবেন। আগামীকাল থেকেই পর্যটকদের জন্য পরিষেবা চালু হবে। শ্রী কাপুর বলেন, হুগলীর চন্দনগর, চুঁচুড়া ও শ্রীরামপুরে বহু ইউরোপীয় ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য পর্যটকদের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বেসরকারি সংস্থা এই লঞ্চ পরিষেবা চালু করলেও তা অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং সড়ক পথে অনেক সময় লাগে। জলপথে অনেক কম খরচে এই ব্যবস্থা চালু করা হয়েছে। শ্রীরামপুরের দানিশ কালচারাল ইনস্টিটিউটের প্রতিনিধি দল আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।