এই মুহূর্তে জেলা

লাঠির জবাব গোলাপে , কোন্নগড়ে পুলিশকে শিক্ষা দিলো বামেরা।

হুগলি , ১২ ফেব্রুয়ারি:- গতকাল বাম ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মিছিল আটকাতে কলকাতায় লাঠি, জলকামান ও কাঁদানে গ্যাস চালায় পুলিশ। বামেদের দাবি, এই ঘটনায় তাঁদের শতাধিক ছাত্র ও যুব কর্মী সমর্থক আহত হন। ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার ভোর ৬টা থেকে রাজ্যে ১২ ঘন্টার হরতালের ডাক দিয়েছে বামেরা। এই হরতালকে সমর্থন করছে কংগ্রেস। সকাল থেকে হুগলিতেও বামেদের হরতাল চলছে। তবে এখনও পর্যন্ত শহরের জনজীবন প্রায় স্বাভাবিক। তার মধ্যে পান্ডুয়ায় অবরোধ চলছে বামেদের। নেতৃত্বে স্থানীয় সিপিআইএম বিধায়ক আমজাদ হোসেন। আপ ও ডাউন লাইনে গাড়ি বন্ধ। পাশাপাশি অন্য চিত্র দেখা গেল কোন্নগরে।

এখানে বামফ্রন্টের পথ অবরোধে দেখা গেল অন্য চিত্র, পুলিশ পথ অবরোধ তুলতে এলে পুলিশকে গোলাপ দিয়ে সৌজন্য দেখালো বামফ্রন্টের নেতা কর্মীরা। যেখানে নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিল বামফ্রন্ট সেখানে কোন্নগর বাটার মোড়ে তার প্রতিবাদে পুলিশের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয়। ডানকুনিতে দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে অবরোধ বনধ সমর্থকদের।রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে।যান চলাচল বন্ধ দু নম্বর জাতীয় সড়কে। চুঁচু্ড়া স্টেশন এলাকায় দোকান অটো টোটো বন্ধে পথে নামল বনধ সমর্থকরা। চুঁচু্ড়া স্টেশন এলাকায় দোকান অটো টোটো বন্ধে পথে নামল বনধ সমর্থকরা। ডানকুনিতে দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে অবরোধ বনধ সমর্থকদের। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে ।যান চলাচল বন্ধ দুনম্বর জাতীয় সড়কে।