এই মুহূর্তে জেলা

টানা প্রায় ১১ মাস পর স্কুল খুললো রাজ্যে।

সুদীপ দাস , ১২ ফেব্রুয়ারি:- কোভিড বিধি মেনেই আজ থেকে খুলে গেলো বিদ্যালয়গুলি। টানা প্রায় ১১ মাস পর স্কুল খুললো রাজ্যে। আজ সকাল থেকেই পুরনো ছন্দে স্কুল ইউনিফর্ম পরে স্কুলমুখো হতে দেখা যায় পড়ুয়াদের। হুগলির বিভিন্ন প্রান্তেই একবছর আগের চেনা ছবি। এদিন হুগলি গার্লস হাই স্কুলে গিয়ে দেখা গেলো স্কুল গেটে উপস্থিত রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাস। সকাল ১০টার পর থেকে বিদ্যালয়ে ঢোকা শুরু হয় ছাত্রীদের। বিদ্যালয় ভবনে প্রবেশের আগে বসানো হয়েছে স্যানিটাইজ গেট।

সেই গেটের ভিতর থেকেই প্রবেশ করে ছাত্রীরা। সরকারি বিধি মেনে প্রত্যেকেই মাস্ক পরে বিদ্যালয়ে আসে। এদিন পড়ুয়াদের প্রবেশ শুরু হতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাইক হাতে কোভিড বিধি মেনে চলতে সকলকে সতর্ক করেন। এখানে বেঞ্চিতে ২:১ হারে ছাত্রীদের বসার ব্যাবস্থা করা হয়। দীর্ঘ প্রায় ১১মাস পর বিদ্যালয় মুখো হতে পেরে খুশি ছাত্রীরা। তবে করোনা আশঙ্কা থাকায় উপস্থিতির হার কিছুটা কম বলেই স্বীকার করে নেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।