কলকাতা , ১০ ফেব্রুয়ারি:- অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক শৈবাল বর্মণকে অর্থ দপ্তরের বিভাগীয় সচিব করা হলো। মঙ্গলবার তাঁকে, অর্থদপ্তরের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। বুধবার সেই নির্দেশীকা পরিবর্তন করা হলো। বাঁকুড়ার জেলাশাসক হলেন কে রাধিকা আইয়ার। ২০১১ ব্যাচের এই আইএএস এতদিন দুর্গাপুরে বিশেষ জিএসটি–র বিশেষ কমিশনার ছিলেন। তাঁর জায়গায় দায়িত্বে এলেন বাঁকুড়ার এখনকার জেলাশাসক এস অরুণ প্রসাদ। বীরভূমের জেলাশাসক বিজয় ভারতীকে বর্ধমান ডিভিশনের কমিশনার করা হলো।
মালদা ডিভিশনের নতুন কমিশনার হলেন গুলাম আলি আনসারি। তাঁর জায়গায় সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিবের দায়িত্ব পেলেন পিবি সালিম। এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব। এখন তিনি ডব্লিউপিডিসিএলের এমডি। লেবার কমিশনার অভিনব চন্দ্রকে জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের বিভাগীয় সচিব করা হলো। ২০০৯ ব্যাচের আইজাজ আনোয়ারকে অর্থ দপ্তরেরে যুগ্ম সচিবের পাশাপাশি কমার্শিয়াল ট্যাক্সের কমিশনার পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। তাঁর জায়গায় এক্সাইজ কমিশনার হলেন, পূণ্যমবালম এস। তিনি পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের এগজিকিউটিভ ডিরেক্টর পদের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব সামলাবেন।