রিংকা পাত্র , ১০ ফেব্রুয়ারি:- সোশাল মিডিয়ায় নজরদারি আরও বাড়াতে সচেষ্ট স্বরাষ্ট্রমন্ত্রক। এবার সোশাল মিডিয়ায় নজরদারির জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করছে অমিত শাহের মন্ত্রক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোশাল মিডিয়ায় এবার নজরদারি চালাবেন স্বেচ্ছাসেবকরা। গত কয়েক বছরে সোশাল মিডিয়া থেকে ছড়িয়ে পড়া প্ররোচনার জেরে দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ৷ সেই কারণেই এবার সোশাল মিডিয়ায় বাড়তি নজরদারির সিদ্ধান্ত কেন্দ্রের৷ কে বা কারা সোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট করেছেন সে ব্যাপারে নজরদারি চালাবে অমিত শাহের মন্ত্রক৷ এবার সাইবার দুনিয়াতেও কেন্দ্রের নজরদারি। প্রশাসনিক বিভিন্ন স্তর তো রয়েছেই তাছাড়াও এবার স্বেচ্ছাসেবক নিয়োগ করে সোশাল মিডিয়ায় নজরদারি চালাবে স্বরাষ্ট্রমন্ত্রক৷ নেটদুনিয়ায় প্ররোচনামূলক পোস্টকে বা কারা করছেন এবার তাদের উপরেও চলবে নজরদারি৷ জানা গিয়েছে, আপাতত দেশের দুই প্রান্ত থেকে এই নজরদারি শুরু করতে চায় অমিত শাহের মন্ত্রক৷ জম্মু ও কাশ্মীর ও ত্রিপুরা থেকে এই নজরদারি শুরু হবে৷ বেশ কিছু দিন ধরেই সোশাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছে কেন্দ্রের একাধিক সংস্থা৷ তবে এবার সেই নজরদারির গতি আরও বাড়াতে চায় কেন্দ্র৷
জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার অপরাধদমন শাখা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশবিরোধী কার্যকলাপে লাগাম টানতে এই উদ্যোগ৷ আপাতত কে বা কারা সোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট করছেন সেব্যাপারে নজর রাখাই এই স্বেচ্ছাসেবকদের কাজ। নথি ফাঁস থেকে শুরু করে সোশাল মিডিয়ায় অপরাধমূলক বিভিন্ন কাজে নজর রাখবেন এই স্বেচ্ছাসেবকরা। কৃষক বিক্ষোভ নিয়ে উত্তাল রাজধানী দিল্লি৷ নয়া কৃষি আইন বাতিলের দাবিতে এখনও দিল্লি ঘেরাও করে রেখে দিয়েছেন লক্ষ-লক্ষ কৃষক৷ কেন্দ্রের সঙ্গে কৃষক প্রতিনিধিদের ১১ দফা বৈঠকের পরেও জট কাটেনি৷ কৃষি আইন নিয়ে ঘরে-বাইরে প্রবল চাপের জেরে আপাতত সেই আইন কার্যকর করা স্থগিত রেখেছে কেন্দ্র৷ অভিযোগ, সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট থেকে দিল্লির এই কৃষক বিক্ষোভে প্ররোচনা দেওয়া হচ্ছে৷ প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের তুমুল বিক্ষোভের নেপথ্যেও সোশাল মিডিয়ার উসকানি রয়েছে বলে মনে করছেন অনেকে৷ দেশে একাধিক গন্ডগোলের পিছনে সোশাল মিডিয়ার পোস্টের ভূমিকা থাকায় এবার সোশাল নজরদারি চালাতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার অপরাধদমন শাখা থেকে স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷