এই মুহূর্তে জেলা

আমরা ফুরফুরা শরিফে আসি আবু বক্কর সিদ্দিকির টানে – ফিরহাদ হাকিম।

হুগলি , ২ ফেব্রুয়ারি:- আমরা ফুরফুরা শরিফে আসি আবু বক্কর সিদ্দিকির টানে। একদিকে ছিলেন ঠাকুর রামকৃষ্ণ আরেক দিকে আবু বক্কর সিদ্দিকি। এটা আমাদের বাংলা। ফুরফুরা শরিফের সংস্কৃতি। জয়শ্রী রাম বললে কোনো অসুবিধা নেই। আল্লা বা ভগবানকে ডাকা হয় নিজের মনকে সুদ্ধ করার জন্য। এটাই বাংলা। হুজুররা কোনো এক শ্রেনীর মানুষের জন্য দোয়া চাননা সবার জন্য চান। হুজুররা মানব সেবা করবেন এটাই শিখিয়ে গেছেন আবু বক্কর সিদ্দিকি। এখানে কেউ যদি মনে করে আমি একটা দলের সেটা না আপনি সবার সারা দেশের। শুধু ববি হাকিমের না সেখানে কোনো ভেদাভেদ নেই। সেখানে মিম না টেম নেই। আমি কথা দিয়ে যেতে পারি ডিএমকে বলব উড়সের আগে যে কাজ বাকি আছে সেগুলো শেষ করতে।

এখানে ত্রিশ লাখ মানুষ আসেন। তাদের সেবা করা মানে আল্লাকে সেবা করা। বাংলার আবহাওয়াটাই এমন এখানে সাম্প্রদায়ীকতার জায়গা নেই।যারা আবু বক্করকে মানি রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে মানি তাহলে সাম্প্রদায়ীকতাকে প্রশ্রয় দেয়না। সব সময় প্রমান দিতে হয় কেন ফিরহাদ হাকিম দেশপ্রমিক না। এটা রাজনৈতিক মঞ্চ না। লোকসভা ভোটের আগে পুলওয়ামা বালাকোট হয়ে গেলো তার পর ভোট মিটে যেতে তারা ঘুমিয়ে পড়ল। এখন জেহাদি হয়ে গেছে যারা হুজুরের পায়ে এসে সেলাম করে ছিলে। তখন কেন করেছিলে মুসলমান ভোটের জন্য। তুমি ওই দলে গেছো সেখানে গিয়ে জয়শ্রী রাম করছ রাস্তায় কখনো ধর্ম নিয়ে আসতে নেই। নিজের ধর্মকে রাস্তায় নিয়ে এসে তারা এই কাজটা তারা আজ করছে।