এই মুহূর্তে কলকাতা

বিদ্যুৎ সরবরাহের মান উন্নত করতে রাজ্য সরকার ৪ টি সাব স্টেশন চালু করেছে – শোভনদেব চট্টোপাধ্যায়।

কলকাতা , ৬ ফেব্রুয়ারি:- নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে ও বিদ্যুৎ সরবরাহের মান উন্নত করতে রাজ্য সরকার উত্তর দিনাজপুরের বাঙ্গার, নদিয়ার বার্নিয়া, সুন্দরপুর ও মুর্শিদাবাদের সালারে ৪ টি সাব স্টেশন চালু করেছে। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ ভার্চুয়াল মাধ্যমে এই সাব স্টেশনগুলির উদ্বোধন করেন। পরে বিধানসভা ভবনে তিনি সাংবাদিকদের বলেন, বাঙ্গার, বার্নিয়া ও সুন্দরপুরে যে সাব স্টেশন তৈরি হয়েছে তার বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা ৩৩/১১ কিলোভোল্ট। মুর্শিদাবাদের সালার সাবস্টেশনের বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা ১৩২/৩৩ কিলোভোল্ট। আগামীদিনে সালার সাবস্টেশনের অধীনে আরো ৬ টি সাবস্টেশন তৈরি করা হবে বলে বিদ্যুৎ মন্ত্রী জানান।

এই ৪ টি সাবস্টেশন তৈরি করতে ৫৭ কোটি ৯ লক্ষ টাকা খরচ হয়েছে। এর ফলে ৩ লক্ষ ৬৫ হাজার গ্রাহক উপকৃত হবেন বলে বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন। তিনি আরো বলেন, আগামী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ডেবড়ায় ১৩২/৩৩ কিলোভোল্ট বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা সম্পন্ন সাবস্টেশন কাজ শুরু করবে। আগামী দিনে এর অধীনে আরো ৬ টি সাব স্টেশন তৈরি করা হবে। বিদ্যুৎ পরিষেবার সরকারের সাফল্য তুলে ধরে বিদ্যুৎমন্ত্রী বলেন, বাম আমলে রাজ্যে যেখানে সাব স্টেশনের সংখ্যা ছিলো ৪৫০, বর্তমান সরকারের আমলে তা বেড়ে হয়েছে ৮১২।