এই মুহূর্তে জেলা

ফের গরু চুরির ঘটনা গোঘাটের শালিঞ্চা গ্রামে , এলকায় উত্তেজনা

হুগলি , ৬ ফেব্রুয়ারি:- বাংলাদেশে গরু পাচারকে কেন্দ্র করে যখন রাঘব বোয়ালদের হদিশ পেতে মরিয়া বিভিন্ন তদন্তকারী দল। এই ঘটনাকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতিতে প্রবল সমালোচনা। ঠিক তখনই ফের রাতের অন্ধকারে গরু চুরি হয়ে যাবার মতন ঘটনা ঘটলো। একটা দুটো নয়, একেবারে চার চারটি গুরু উধাও হয়ে গেলো গোয়াল ঘড় থেকে। এমনই ঘটনা ঘটলো হুগলির গোঘাটের শালিঞ্চা গ্রামে। এই গ্রামের বাসিন্দা রজত কুমার গুঁইন ও তার ভাই বিশ্বনাথ গুঁইনের গোয়াল ঘরে চাষের জন্য মোট চারটি গরু রাখা ছিল,

তারা জানান শনিবার সকালে গোয়াল ঘরে গেলে তারা দেখেন গরু গুলি সেখানে আর নেই। রাতের অন্ধকারে একেবারে ঘরের মধ্যে থেকে গরু চুরি হয়ে গেলো। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। বাসিন্দাদের অভিযোগ এর আগে বহুবার গরু চুরি হয়েছে এলাকা থেকে, কিন্তু মাঝে তা বন্ধ ছিল, ফের এখন আবার গরু চুরি হয়ে গেলো, সক্রিয় হয়েছে গরু চোরেরা, রাজ্যসরকার এর পদক্ষেপ নিচ্ছে কিন্তু গরু চুরি আটকাতে পারছে না। এর একটা বিহিত চাই। এদিকে ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ। তদন্ত শুরু করেছে তারা।