এই মুহূর্তে কলকাতা

দূষণ কমাতে পাইপ লাইনে গ্যাস সরবরাহের নতুন প্রকল্প চালু হল।

কলকাতা , ৩০ জানুয়ারি:- কলকাতা শহরকে দূষণহীন শক্তি ও পরিবেশবান্ধব জ্বালানি জোগান দেওয়ার পাশাপাশি শহরে যানবাহনজনিত দূষণ কমাতে পাইপ লাইনে গ্যাস সরবরাহের নতুন প্রকল্প চালু হল। এই গ্যাস সরবরাহ করবে সরকারী গ্যাস সংস্থা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড- গেইল। বহুজাতিক এসার অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন লিমিটেড এর সঙ্গে হাত মিলিয়ে পাইপ লাইন গ্যাস সরবরাহ করা হবে। এসার-এর তরফ থেকে ঘোষণা করা হয়ছে যে, তারা বেঙ্গল গ্যাস কোম্পানির প্রথম সিএনজি স্টেশনের জন্য কম্প্রেসড কোল বেড মিথেন প্রাকৃতিক গ্যাসের সর্বপ্রথম কাসকেড ট্রাক ভর্তি করে রওনা করে দিয়েছে। এসার ক্যাপিটালের লগ্নিপ্রাপ্ত একটি সংস্থা এবং ভারতের অপ্রচলিত হাইড্রোকার্বন ভূসম্পত্তির সবচেয়ে বড় পরিচালক। অনেকের মতে পৃথিবীতে শক্তির ব্যবহার বদলে যাওয়ার এই যুগে সিবিএম গ্যাসই এই শতকের পরিবেশবান্ধব জ্বালানি। পশ্চিমবঙ্গে রানিগঞ্জের ইস্ট সিবিএম ব্লক -এর উল্লেখযোগ্য পরিমাণে মিথেন গ্যাসের ভান্ডার রয়েছে।

রানিগঞ্জ ব্লক এখন দেশের অন্যতম মিথেন ভান্ডার ও বটে। একগুচ্ছ সংস্থা এখান গ্যাসের সরবরাহের উপর নির্ভর করে তাঁদের ব্যবসা চালাচ্ছেন। রানিগঞ্জ সিবিএম ফিল্ডে ৩৪৮টি কূপ আছে। এর সাথে সংশ্লিষ্ট গ্যাস সংগ্রহ ও কম্প্রেসর ফেসিলিটি আর প্রায় ৩০০ কিলোমিটার ইনফিল্ড ও ক্রেতাদের পাইপলাইন রয়েছে। কলকাতা শহরের গ্যাস সরবরাহ নেটওয়ার্কের মাথায় আছে বেঙ্গল গ্যাস কোম্পানি, যা গেইল ইন্ডিয়া আর গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশনের এক যৌথ উদ্যোগ গেইলL-এর ফ্ল্যাগশিপ প্রকল্প উর্জা গঙ্গা পাইপলাইন প্রোজেক্টের মধ্যে রয়েছে সমগ্র কলকাতা এবং পার্শ্ববর্তী জেলা উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী আর নদিয়া। এই বিরাট অঞ্চলের গার্হস্থ্য এবং ব্যবসায়িক ব্যবহারকারী দুধরনের ক্রেতাদের উৎপাদিত গ্যাস বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে এগোনো হচ্ছে সংস্থার তরফে। ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল ক্রেতাদের সিএনজি ও পাইপবাহিত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা। প্রাকৃতিক গ্যাস কাসকেড ট্রাকটিকে পতাকা নাড়িয়ে EOGEPL-এর গ্যাস কম্প্রেসর ফেসিলিটি থেকে দক্ষিণ কলকাতায় সরবরাহকারীর সর্বপ্রথম সিএনজি স্টেশনের উদ্দেশে রওনা করিয়ে দেন শ্রী সত্যব্রত বৈরাগী, সি ই ও, বেঙ্গল গ্যাস কোম্পানি, এবং EOGEPL-এর শ্রী চন্দ্র।