এই মুহূর্তে কলকাতা

তিন বছর লেগে গেল বিধানসভায় ঢুকতে, লড়াইটা কঠিন ছিল-সায়ন্তিকা।

কলকাতা, ৭ জুন:- বরানগর উপনির্বাচনে জয়ী হওয়ার পর আজ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের বিষয় অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি। অভিনেত্রী সঙ্গে ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি বলেন “স্পিকার স্যার আমাকে বহুবার বিধানসভায় আসতে বলেছিলেন, কিন্তু আমি আসিনি। কারণ, বাঁকুড়ায় হারার পর ঠিক করেছিলাম, যেদিন অধিকার অর্জন করব, সেদিন বিধানসভায় ঢুকব।” খানিক থেমে সায়ন্তিকা বলেন, “৩ বছর লেগে গেল। অনেক লড়াইয়ের পর জয় পেলাম।”

তবে এবারের লড়াইটা বেশ কঠিন ছিল বলেই জানিয়েছেন সায়ন্তিকা। দিনভর সাপলুডোর মতো কখনও এগিয়েছেন, কখনও পিছিয়ে গিয়েছেন। দিনের শেষে অবশ্য বিজেপি প্রার্থী সজল ঘোষকে ৮ হাজার ১৬৮ ভোটে পরাজিত করে শেষ হাসি হেসেছেন সায়ন্তিকা। অন্যদিকে একইদিনে অধ্যক্ষের সঙ্গে দেখা করেন লোকসভা ভোটে বাঁকুড়া থেকে জয়ী তৃণমূল প্রর্থী অরুপ চক্রবর্তীও। তালডাংরার বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী। অধ্যক্ষের সঙ্গে দেখা করার পর তিনি জানান, শীঘ্রই বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন।