এই মুহূর্তে জেলা

আগামী ৩১ জানুয়ারি বড় ধরনের চমক থাকবে , যোগদানের তালিকা বেশ লম্বা – দিলীপ ঘোষ।

ব্যারাকপুর , ২৯ জানুয়ারি:- দমদমের তৃনমূল সাংসদ সৌগত রায় বারংবার বলছেন,মরে গেলেও বিজেপিতে যাব না। শুক্রবার সকালে খড়দহ দক্ষিণ মন্ডল-২ উদ্যোগে আয়োজিত চায়ে পে চর্চায় এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,উনাকে জ্যান্ত অবস্থায় বিজেপিতে আসতে হবে। শেষ জীবনটা উনাকে বিজেপিতেই কাটাতে হবে। বাম-তৃনমুল জমানার তীব্র সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, বাম আমলে ভোট লুঠ হত। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারতো না। আর তৃণমূল জমানায় সেই একই অবস্থা। এখানে বিচিত্র গণতন্ত্র। মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্বেও পুরসভা ভোট,পঞ্চায়েত ভোট করাচ্ছে না রাজ্য সরকার। তার অভিযোগ, মাওবাদ, কে এল ও জঙ্গীদের ব্যবহার করে দিদিমণি ২০১১ সালে বাংলায় জিতেছেন।

এবারও ওদেরকে কাজে লাগাতে চাইছেন দিদিমণি। ওদেরকে পুরস্কার স্বরূপ চাকুরী দেবার জন্য তালিকা তৈরি করা হচ্ছে। রাজ্যের শিল্পায়ন প্রসঙ্গে তিনি বলেন, একটা সময় ভিন রাজ্য থেকে বাংলায় কাজের খোঁজে শ্রমিকরা আসতেন। এখন ঠিক তার উল্টো পুরাণ ঘটছে। বাংলার শ্রমিকরা কাজের জন্য ভিন রাজ্যে যাচ্ছেন। বাম-তৃনমুল জমানায় বাংলায় শিল্পায়নের বেহাল চিত্র। তাই বাংলায় পরিবর্তনের পরিবর্তন দরকার। মানুষ চাইছেন অত্যাচার থেকে মুক্তি লাভ। তার দাবি, আগামী ৩১ জানুয়ারি বড় ধরনের চমক থাকবে। যোগদানের তালিকা বেশ লম্বা-চওড়া হবে।