এই মুহূর্তে জেলা

রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিল।


হুগলি, ২৬ নভেম্বর:- ভারতীয় জনতা পার্টির ২৯ শে নভেম্বর কলকাতা চলো অভিযানের সমর্থনে ও রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে বিজেপির মহামিছিল। শ্রীরামপুর নওগাঁর মোড় থেকে শেওড়াফুল চার নম্বর রেলগেট পর্যন্ত এই মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক, রাজ্য বিজেপির যুব মুখপাত্র হরি মিশ্র এবং একাধিক নেতৃবৃন্দ।

রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র জানান যেভাবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সর্বস্তরে দুর্নিত হয়েছে এই সরকার যেভাবে আইনের শাসন না করে শাসকের আইন চালু করেছে তার প্রতিবাদে আগামী ২৯ তারিখ কলকাতার ধর্মতলায় আমাদের জনসভা আছে, যেখানে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের বঞ্চনার প্রতিবাদে যাতে সমস্ত বঞ্চিতরা তাদের পাওনা আদায়ের দাবিতে সেখানে উপস্থিত থাকেন তারই আহ্বান জানাচ্ছি।