কলকাতা , ২২ জানুয়ারি:- বনমন্ত্রী রাজীব ব্যানার্জি আজ রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। তার ইস্তফাপত্র তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠিয়ে দিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনকর এর কাছেও তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন। রাজ্যের মানুষকে পরিষেবা দিতে এই সুযোগ করে দেওয়ার জন্য তিনি চিঠিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। গত শনিবার ফেসবুক লাইভে দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভের ইঙ্গিত দিয়ে রাজীব সম্প্রতি বলেছিলেন, ‘আমার মনের কথা যখন নেতৃত্বকে বলছি, তখন কয়েকজন যখন এটা উল্টোভাবে ভাবার চেষ্টা করছেন, এটাকে অন্যরকম করে ঘোরানোর চেষ্টা করছেন কেউ, কই তাঁদের তো কিছু বলা হচ্ছে না?
এটাই আমাকে দুঃখ দেয়। তাহলে যেটুকু বলা হবে, শুধু সেটুকুই করব? নিজের মধ্যে স্বাধীনতা থাকবে না? আমি কী করতে চাইছি, কী বলতে চাইছে, কোনও কিছু বলতে পারব না আমি? গণতন্ত্রে মানুষই শেষ কথা। স্বাধীনভাবে চলতে চাই। বনমন্ত্রীর ক্ষোভ মেটাতে শীর্ষ নেতৃত্বের তরফে অতীতে বৈঠকও হয়েছে। কিন্তু তারপরও রাজীবের ক্ষোভ যে মেটেনি আজকের ঘটনা প্রবাহে তার প্রমাণ মিলেছে। এখন দলের সঙ্গে রাজীবের সম্পর্ক ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে তার ঘনিষ্ঠ মহলের দাবি