হাওড়া , ১২ জানুয়ারি:- কোভিড অতিমারির কারণে বেলুড় মঠে ভক্ত দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মদিন ও ৩৭তম জাতীয় যুব দিবস। এই উৎসবেও এবার বেলুড় মঠ প্রাঙ্গনে ভক্ত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রেখেছেন মঠ কর্তৃপক্ষ। আজ যুব দিবসের অনুষ্ঠানে মঠ প্রাঙ্গনে প্রভাতফেরি ও অন্যান্য সব অঅনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ৩৭তম যুব দিবসের অনুষ্ঠান হচ্ছে বেলুড় মঠের পাশেই নিকটতম শাখাকেন্দ্র রামকৃষ্ণ মিশন সারদাপীঠের বিবেকানন্দ সভাগৃহে। মঠের ইউটিউব চ্যানেলে যুব দিবসের অনুষ্ঠান দেখা যাচ্ছে।
বেলুড় মঠ সারদাপীঠের অধ্যক্ষ স্বামী দিব্যানন্দজি মহারাজ জানান, “স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মদিন ও ৩৭তম যুব দিবস আজ সারা বিশ্বে পালিত হচ্ছে। তবে কোভিড অতিমারীর কারণে এবছর বেলুড় মঠ অঙ্গনে কোনও অনুষ্ঠান হচ্ছেনা। মঠের প্রধান প্রবেশ ফটক বন্ধ রয়েছে। আজ সারদাপীঠের বিবেকানন্দ সভাগৃহে অনুষ্ঠান করছি। ব্রম্ভচারিরা সঙ্গীতাঞ্জলি নিবেদন করেছেন। এরপর সঙ্গীত, আবৃত্তি, আলোচনা, নাটক, যোগাসন, সাঁওতালি নৃত্য অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বামী বিদ্যামৃতানন্দজি মহারাজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশনের সহকারী সম্পাদক স্বামী বলভদ্রানন্দজি মহারাজ।