কলকাতা , ৭ জানুয়ারি:- জোরকদমে বিধানসভা ভোটের প্রচারে নেমে পড়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ জানুয়ারি নন্দীগ্রাম যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ১১ জানুয়ারি রানাঘাট দিয়ে জনসভা শুরু করছেন তৃণমূলনেত্রী। পুরুলিয়ায় তৃণমূলনেত্রী জনসভা করবেন ২০ জানুয়ারি। ১৮ তারিখ নন্দীগ্রামের জনসভায় বিজেপির পাশাপাশি শুভেন্দুও মমতার আক্রমণের নিশানা থাকবেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মমতার এই সভা হওয়ার কথা ছিল গতকাল বৃহস্পতিবার। তবে অখিল গিরির অসুস্থতার জন্য ওই সভা পিছিয়ে দেয় তৃণমূল। বৃহস্পতিবার নন্দীগ্রামে কর্মিসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী। অন্যদিকে রানাঘাটের সভা থেকে মতুয়াদের কাছে টানার বার্তা দিতে পারেন মমতা।
মতুয়াদের নিয়ে এখন বিপাকে রয়েছে বিজেপি। এর পাশাপাশি জঙ্গলমহলের সংগঠনের হাল মজবুত করার দিকে বিশেষ নজর দিয়েছেন তৃণমূলনেত্রী। ২০ জানুয়ারি পুরুলিয়ার জনসভায় জঙ্গলমহলের হারানো ভোটব্যাঙ্ক ফিরে পেতে মমতা কি বলেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক শিবির। তৃণমূলনেত্রীর নন্দীগ্রামের জনসভাকে ঘিরে কাঁথির অধিকারী পরিবারের কি ভূমিকা হয় তা নিয়েও কৌতূহলে রাজনৈতিক মহল। অধিকারী পরিবারের কর্তা শিশির অধিকারী এখনো তৃণমূলের পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি ও সাংসদ। তাঁর তিন ছেলের মধ্যে দুজন বিজেপিতে। শুভেন্দুর হাত ধরে সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন তাঁর ভাই ও কাঁথি পৌরসভার চেয়ারম্যান সৌমেন্দু। আর খাতায়-কলমে তৃণমূলে রয়েছেন সাংসদ দিব্যেন্দু অধিকারি ও শিশির। ফলে মমতার সভাতেও অধিকারী পরিবারের যাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছে দলের জেলা নেতৃত্ব।