এই মুহূর্তে কলকাতা

মুর্শিদাবাদে নতুন দুই পুলিশ জেলা , শাসকের ক্ষমতা ধরে রাখার কৌশল ?

কলকাতা , ২৬ ডিসেম্বর:- ভোটের আগে পৃথক পুলিশ জেলা হিসাবে পথ চলা শুরু করছে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। শনিবার রাজ্য স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলায় কর্মী ও আধিকারিক নিয়োগের বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র দিয়েছেন রাজ্যপাল। এবার প্রয়োজন মাফিক সেখানে কর্মী নিয়োগ সহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হবে। এই দুই পুলিশ জেলার পাশাপাশি দুটি সার্কেলও তৈরি করা হয়েছে। ভগবানগোলা ও বেলডাঙা সার্কেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। রাজনৈতিক মহলের মতে, মুর্শিদাবাদ বরাবরই তৃণমূলের কঠিন ক্ষেত্র। সেখানে যা কিছু জমি ঘাসফুল পেয়েছিল, তা মূলত শুভেন্দু অধিকারির জন্যই। কিন্তু এখন শুভেন্দু বিজেপিতে চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই এই জেলায় একটু চাপে তৃণমূল। সেই কারণেই পুলিশ জেলা করে এই জেলার ক্ষমতা হাতে রাখতে চাইছে শাসক দল।

সরকারিভাবে এই দুই পুলিশ জেলার সীমানা ও কর্মীর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে। মুর্শিদাবাদে ৭ টি সাব ডিভিশন ও জঙ্গিপুরে ২ টি সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদে ২৬১০ জন ও জঙ্গিপুরে ৪৭৬ জন কর্মী নিয়োগের ছাড়পত্র দিয়েছেন রাজ্যপাল। উল্লেখ্য, গতবছর ডিসেম্বরেই মুর্শিদাবাদ জেলাকে দু’ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তারপর অবশেষে চলতি মাসে এই দুই পুলিশ জেলায় নিয়োগের ব্যাপারে ছাড়পত্র দিলেন রাজ্যপাল। এর আগেও প্রশাসনিক কাজে সুবিধার জন্য একাধিক জেলাকে ভেঙে দু’ভাগ করা হয়েছে। সেই নতুন পুলিশ জেলাগুলিতে কাজের সুবিধার জন্য বহু কর্মী নিয়োগ করা হয়েছে। এই দুই জেলাতেও কর্মবন্ধু নিয়োগ করা হবে প্রায় ১৬০ জন।